ভারতে ডায়াবেটিস আক্রান্ত প্রতি ১০ জনের মধ্যে অন্তত ৪ জনই জানেন না যে তারা এ রোগে ভুগছেন। চিকিৎসকদের মতে, রোগ সম্পর্কে অজ্ঞতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অভ্যাস না থাকায় এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।
কলকাতার বাসিন্দা তমাল বসুর (৪২) ক্ষেত্রে ঠিক এমনটাই ঘটেছে। কয়েক মাস আগে গলব্লাডারে স্টোন ধরা পড়ায় অস্ত্রোপচারের আগে তাকে কিছু পরীক্ষা করাতে বলা হয়। তখনই জানা যায়, তার রক্তে শর্করার মাত্রা বিপজ্জনকভাবে বেড়ে গেছে। এ বিষয়ে তিনি বলেন, “আমি কোনো লক্ষণই বুঝতে পারিনি। যদি আগে জানতে পারতাম তবে হয়তো সচেতনভাবে জীবনযাপন করতাম, শর্করার মাত্রাও এতটা বাড়ত না।”
একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন দিল্লির এক শিক্ষিকা গীতাঞ্জলি সিংহ। বয়স ৪০-এর কাছাকাছি এই শিক্ষক দীর্ঘদিন ধরে ক্লান্তি, শ্বাসকষ্ট ও ওজন বৃদ্ধির সমস্যায় ভুগছিলেন। তিনি ধারণা করেছিলেন এটি পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমের কারণে হচ্ছে। কিন্তু চিকিৎসকের কাছে গেলে পরীক্ষায় ধরা পড়ে তিনি ডায়াবেটিসে আক্রান্ত।
বিশেষজ্ঞরা বলছেন, শহুরে জীবনযাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং শারীরিক অনিয়মিততার কারণে ভারতীয়দের মধ্যে দ্রুত বাড়ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। তবে সবচেয়ে বড় সমস্যা হলো—অনেক রোগী নিজেদের অসুস্থতা সম্পর্কে অবহিত নন, যার ফলে জটিলতা আরও বাড়ছে।
আরও পড়ুন