Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


বাংলাদেশে যাত্রা শুরু করল ভারতের চেন্নাইয়ের এপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার

Main Image


বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ভারতের চেন্নাইয়ের বিখ্যাত এপোলো হাসপাতালের ইনফরমেশন সেন্টার।

 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যমুনা ফিউচার পার্কে এ সেন্টারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির সিইও নবীন ভি।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এস গুরুপ্রসাদ, অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট, ইন্টারন্যাশনাল সেলস গ্রুপ রেভিনিউ টিম, এপোলো হাসপাতাল, চেন্নাই।

এই নতুন ইনফরমেশন সেন্টারের মাধ্যমে বাংলাদেশি রোগীরা সহজেই পাবেন ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট বুকিং, ভিসা ইনভাইটেশন লেটার, ব্যক্তিগত ট্রিটমেন্ট প্ল্যান ও মেডিকেল গাইডলাইনসহ চিকিৎসা ব্যয়ের ধারণা।

 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, এ উদ্যোগের ফলে বাংলাদেশি রোগীরা এখন থেকে খুব সহজেই এপোলো হাসপাতাল চেন্নাইয়ের সর্বাধুনিক চিকিৎসাসেবা ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত পূর্ণাঙ্গ তথ্য জানতে পারবেন।

আরও পড়ুন