ছবিঃ সংগৃহীত
গাজার স্বাস্থ্য পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। এক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সাহায্য সংস্থার তথ্য অনুযায়ী, সেখানে গর্ভবতী ও স্তন্যদানকারী মায়েদের এক-তৃতীয়াংশেরও বেশি এখন তীব্র অপুষ্টিতে ভুগছেন।
যুক্তরাজ্যভিত্তিক মেডিকেল এইড ফর প্যালেস্টিনিয়ানস (এমএপি) স্থানীয় সময় সোমবার (২৮ জুলাই) জানায়, তাদের স্থানীয় সহযোগী সংস্থা আর্দ আল ইনসানের স্ক্রিনিংয়ে অংশ নেওয়া গর্ভবতী নারীদের মধ্যে ৪৪ শতাংশ তীব্র অপুষ্টির শিকার এবং তারা জরুরি চিকিৎসা সহায়তা প্রয়োজন বলে বিবেচিত। মে মাসে এই হার ছিল ৩৫ শতাংশ, অর্থাৎ পরিস্থিতির দ্রুত অবনতি ঘটছে।
এমএপি আরও জানায়, ২০ জুলাই ইসরায়েলি সেনাবাহিনীর বাস্তুচ্যুতির নির্দেশনার পর গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ এলাকায় একটি গুরুত্বপূর্ণ মেডিকেল পয়েন্ট বন্ধ করতে বাধ্য করা হয়। এই চিকিৎসাকেন্দ্রটি প্রতিদিন প্রায় ২০০ নারী ও শিশুকে চিকিৎসা সহায়তা দিত।
দক্ষিণ গাজার এমএপি’র উপপরিচালক মোহাম্মদ আলখাতিব এক বিবৃতিতে বলেন, “আমরা বর্তমানে গভীরভাবে উদ্বিগ্ন। অপুষ্টিজনিত কারণে শিশুদের পাশাপাশি বৃদ্ধদের মাঝেও মৃত্যুর সংখ্যা বাড়ছে — যা সংকটের ভয়াবহতাকে স্পষ্ট করছে।”
গাজায় চলমান যুদ্ধ ও মানবিক সহায়তা কার্যক্রমে বাধার ফলে চিকিৎসাসেবা এবং পুষ্টির ঘাটতি ভয়াবহ রূপ নিয়েছে বলে বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা সতর্ক করেছে।
আরও পড়ুন