যুক্তরাষ্ট্রে ছড়াচ্ছে ‘র্যাবিট ফিভার’, বাড়ছে আতঙ্ক
যুক্তরাষ্ট্রে বর্তমানে আতঙ্ক হয়ে উঠেছে ‘র্যাবিট ফিভার’ বা ‘খরগোশ জ্বর’ নামে পরিচিত তুলারেমিয়া নামের একটি রোগ। ২০১০ সালের তুলনায় বর্তমানে রোগটির সংক্রমণের হার বেড়েছে ৫৬ শতাংশ। স্থানীয় সময় রোববার দেশটির রোগ গবেষণা ও প্রতিরাধ সংস্থা সিডিসি এক বিবৃতিতে এই আশঙ্কা প্রকাশ করেছে।
সিডিসির এক গবেষণায় জানা যায়, এই রোগটির জন্য দায়ী ফ্র্যাঙ্কিসেল্লা তুলারেনসিস নামের এক প্রজাতির ব্যাকটেরিয়া। ভাইরাসটি প্রথম শিকার ছিল খরগোশ, ইঁদুর এবং ইঁদুরজাতীয় অন্যান প্রাণী। পরে তা মানুষের দেহেও সংক্রমিত হয়। সাধারণ টিক, ডিয়ার ফ্লাই প্রভৃতি পরজীবী রক্তচোষা পোকার কামড়ে এই রোগটি ছড়ায়। এছাড়া অনেক সময় পোষা খরগোশ কিংবা ইঁদুর থেকেও ছড়ায় এই রোগটি।
তুলারেমিয়া রোগটি প্রথম শনাক্ত হয় ২০০০ সালে, যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে। ওই রাজ্যের একটি আঙুর বাগানের ১৫ জন শ্রমিক এই রোগে আক্রান্ত হয়েছিলেন, তাদের মধ্যে একজনের মৃত্যু হয়।
পরবর্তীতে ২০০১ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪৭টি অঙ্গরাজ্যে তুলারেমিয়া বা র্যাবিট ফেভারে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৪৬২ জন, কিন্তু গত কয়েক বছরে এই রোগটির রীতিমতো উল্লম্ফণ ঘটেছে। সিডিসির হিসেব অনুযায়ী, সম্প্রতি প্রতি বছর এই রোগটিতে আক্রান্ত হচ্ছেন ১০ লাখেরও বেশি মানুষ। সংস্থাটির বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে প্রতি ২ লাখ মানুষের মধ্যে ১ জন এই রোগে আক্রান্ত হচ্ছেন।
আরও পড়ুন