Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


নির্ভুলভাবে ব্রেন স্ট্রোক নির্ণয় করছে এআই সফটওয়্যার

Main Image

নির্ভুলভাবে ব্রেন স্ট্রোক নির্ণয় করছে এআই সফটওয়্যার


কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে সম্প্রতি একদল গবেষক ব্রেন স্ট্রোক নির্ণয়ে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন। তথ্যসূত্র: রয়টার্স

 

প্রতিবেদনে বলা হয়েছে- ইংল্যান্ড, স্কটল্যান্ড ও জার্মানির স্বনামধন্য তিনটি প্রতিষ্ঠানের গবেষকরা এআই সফটওয়্যার ব্যবহার করে ব্রেন স্ট্রোক নির্ণয় করতে পেরেছেন নির্ভুলভাবে। সঠিকভাবে ব্রেন স্ট্রোক নির্ণয়ে মানুষের তুলনায় সফটওয়্যারটির সাফল্যের হার দ্বিগুণ বলে জানিয়েছেন গবেষকরা।

 

গবেষণা কর্মটি পরিচালনা করেন ইংল্যান্ডের ইমপেরিয়াল কলেজ লন্ডন, জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব মিউনিখ এবং স্কটল্যান্ডের এডিনবার্গ ইউনিভার্সিটির একদল গবেষক। এআই সফটওয়্যার ব্যবহার করে ব্রেন স্ট্রোক নির্ণয়ের পাশাপাশি রোগীর চিকিৎসা সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্যও জানতে সক্ষম হয়েছেন গবেষকরা।

 

গবেষকদের মতে, জরুরী অবস্থায় রোগীদের আরও দ্রুত, নির্ভুল চিকিৎসা প্রদানে দারুনভাবে সহায়ক হবে এআই প্রযুক্তি। 

 

এই গবেষণাটিতে নেতৃত্ব দেন কনসালটেন্ট নিউরোলজিস্ট ডা. পল বেন্টলে। তিনি বলেন, এআই প্রযুক্তির সহায়তায় আমরা জানতে পারবো রোগীর মস্তিষ্কে স্ট্রোক কখন শুরু হয়েছে এবং এর জন্য রোগীকে উপযুক্ত চিকিৎসা প্রদান করা হয়েছে কিনা। পাশাপাশি ভবিষ্যতে রোগীর শরীরে কী হতে চলেছে সেটা অনুমান করতেও আমাদের সাহায্য করবে এই প্রযুক্তি। ফলে রোগীর পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার কিংবা সেরে উঠার সম্ভাবনা সম্পর্কে আমরা রোগী ও তার আত্মীয়স্বজনদের জানাতে পারবো। এই সকল বিশ্লেষণাত্মক তথ্য আমরা এখন মস্তিষ্কের স্ক্যান থেকেই সংগ্রহ করতে পারি। এর আগে স্ক্যানে কতটুকু গ্রে এরিয়া আছে তার ভিত্তিতেই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হতো।

 

উল্লেখ্য, মস্তিষ্কের কোনো অংশে রক্ত সঞ্চালন বন্ধ হয়ে গেলে কিংবা কমে গেলে সে অংশের ব্রেন টিস্যুতে পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি উপাদানের যোগান বন্ধ হয়ে যায় বা কমে যায়। আর এর ফলে ব্রেন স্ট্রোক হয়ে থাকে।


ব্রেন স্ট্রোক হওয়ার পর মস্তিষ্কের কোষগুলো দ্রুত মরে যেতে থাকে। ফলে স্ট্রোক কখন শুরু হয়েছে সেটা নির্ণয় করা খুবই গুরুত্বপূর্ণ এখানে। এক্ষেত্রে সাধারণ চিকিৎসা কেবলমাত্র স্ট্রোক হওয়ার পর প্রাথমিক পর্যায়ে কার্যকর হতে পারে। কিন্তু এর পরেও এই চিকিৎসা চালিয়ে গেলে এটা উলটো ক্ষতির কারণ হতে পারে।

 

বর্তমান চিকিৎসা পদ্ধতিতে রোগী স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর মস্তিষ্কের সিটি স্ক্যান করা হয়। স্ক্যান থেকে চিকিৎসকরা খালি চোখে দেখে বোঝার চেষ্টা করেন মস্তিষ্কের যেখানে স্ট্রোক হয়েছে সে অংশটা কতটা ডার্ক। অর্থাৎ গ্রে এরিয়া কতটুকু সেটা খালি চোখে দেখে মূল্যায়নের চেষ্টা করেন এবং এই মূল্যায়নের ভিত্তিতেই রোগীর চিকিৎসা কেমন হবে, কীভাবে হবে, তা নির্ণয় করে থাকেন।

 

ডা. পল বেন্টলে মনে করেন, স্ট্রোক সম্পর্কিত নির্ভুল তথ্য প্রদানের ক্ষেত্রে এআই সফটওয়্যারটি বর্তমানে প্রচলিত চিকিৎসা পদ্ধতির চেয়ে দ্বিগুণ কার্যকর। অর্থাৎ, খালি চোখে মূল্যায়নের তুলনায় এআই সফটওয়্যার দিয়ে মূল্যায়নের ভিত্তিতে চিকিৎসার ব্যবস্থা করলে ৫০ শতাংশ পর্যন্ত বেশি রোগী সঠিক ও নির্ভুল চিকিৎসা পেতে পারে। কেননা ব্রেন স্ট্রোকে আক্রান্ত রোগীর অবস্থা নির্ভুলভাবে নির্ণয় করার উপরই নির্ভর করে চিকিৎসার কার্যকারীতা।


ব্রেন স্ট্রোকের চিকিৎসা দেরিতে শুরু করলে মস্তিষ্কে রক্তক্ষরণ কিংবা অবস্থার অবনতি হওয়ার ঝুঁকি থাকে। ফলে সঠিক সময়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করতে পারাই এখানে মূল চ্যালেঞ্জ। গবেষণা বলছে, মানুষের খালি চোখে করা মূল্যায়নের চেয়ে এআই প্রযুক্তির মূল্যায়ন এক্ষেত্রে দারুন সহায়ক হতে পারে চিকিৎসকদের জন্য। কেননা নির্ভুল তথ্য প্রদানে এআই মানুষের চেয়ে দ্বিগুণ সফল। 

আরও পড়ুন