Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্য সংস্কার কমিশনে প্রদত্ত প্রস্তাবনা

Main Image

অধ্যাপক ডা. মুহাম্মদ আকরাম হোসেন (কে-৩৫), বর্তমানে এপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামে ল্যাবরেটরি মেডিসিন এর প্রধান হিসেবে কর্মরত


স্বাস্থ্য সংস্কার কমিশনে প্রদত্ত প্রস্তাবনা (সময় ছিল মাত্র দু মিনিট, অন্যেরা যা উল্লেখ করেছে তা বাদ দেয়া হয়েছে) কর্মক্ষেত্রে নিরাপত্তা, প্রমোশন, ইত্যাদি বিষয়গুলো বাকি বক্তারা উল্লেখ করেছেন।

২১ ডিসেম্বর চট্টগ্রামে স্বাস্থ্য সংস্কার কমিশন ডেকেছিল মতবিনিময়ের জন্য। আমাকে এপোলো ইম্পেরিয়াল হাসপাতালের পক্ষ থেকে পাঠানো হয়েছিল। মোটাদাগে যে প্রস্তাবগুলো পেশ করেছি তা প্রশংসিত হয়েছে। আপনাদের জ্ঞাতার্থে  তা পেশ করছি। পুরো প্রস্তাবটি কমিশন এর কাছে হস্তান্তর করেছি।


১। স্বাস্থ্য খাতে বাজেট বাড়াতে হবে এবং তার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে। ২০২৪-২৫ সালে স্বাস্থ্য খাতে জাতীয় বাজেটের  মাত্র ৫ দশমিক ২ ভাগ এবং জিডিপির ০.৭% বরাদ্দ ছিল। অথচ আফ্রিকার দেশগুলোতে এই খাতে ১১ দশমিক ৫ ভাগ।


২। আপামর জনসাধারণকে সম্পৃক্ত করে নাগরিকদের জন্য মানসম্পন্ন  স্বাস্থ্যসেবা নিশ্চিত করা।


৩। মেডিক্যাল শিক্ষার (ডাক্তার/নার্স/প্যারামেডিক্স) বর্তমান মানকে উন্নয়ন করার লক্ষে পদক্ষেপ গ্রহন করতে হবে। বিএমডিসি/বিএনসি/স্টেট মেডিকেল কাউন্সিল এর অধীনে পরীক্ষা গ্রহণ করে রেজিস্ট্রেশন দেয়ার ব্যবস্থা করা।


৪। সরকারি/ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে / বিশেষায়িত প্রতিষ্ঠানে কর্মরত সকলের বাইরে প্র‍্যাক্টিস বন্ধ করে ইন্সটিটিউশনাল প্র্যাক্টিস চালু, যেখানে সবরকম পরীক্ষা নীরিক্ষার ব্যাবস্থা করা (প্রতিষ্ঠানভেদে সেটা আউট সোর্সিং হতে পারে)। এতে কথিত কমিশন প্রথার অবসান হবে এবং টেস্টের খরচ কমবে।


৫। কার্যকর রেফারেল সিস্টেমের রুপরেখা প্রনয়ণ।


৬। প্রজাতন্ত্রের কর্মকর্তা/কর্মচারীদের দলীয় রাজনীতির উর্ধে রাখার পদক্ষেপ গ্রহন।


৭। মান স্বম্পন্ন স্বাস্থ্যসেবা নি:শ্চিত করনের জন্য স্বাধীন Accreditation Body গঠন


৮। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সেবার মূল্য সরকার কর্তৃক নির্ধারণ এবং তদারকির ব্যাবস্থা করা।


৯। বিদ্যমান স্বাস্থ্য ক্যাডারকে ভেংগে- স্বাস্থ্যসেবা, মেডিকেল শিক্ষা, জনস্বাস্থ্য এই তিনটি সাব-ক্যাডারে ভাগ করে স্ব স্ব সাব-ক্যাডার থেকেই সর্বোচ্চ ধাপে পদোন্নতির ব্যাবস্থা।


১০। স্বাস্থ্য খাতে সরকারকে পরামর্শ দেয়ার জন্য একটি শক্তিশালী স্বাস্থ্য কমিশন সবসময় থাকা।

 

লেখক:

 

অধ্যাপক ডা. মুহাম্মদ আকরাম হোসেন (কে-৩৫)
মাইক্রোবায়োলজির প্রাক্তন শিক্ষক বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ (ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর) 
বর্তমানে এপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামে ল্যাবরেটরি মেডিসিন এর প্রধান হিসেবে কর্মরত। 

আরও পড়ুন