Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


স্বাস্থ্য সংস্কার কমিশনের উদ্দেশ্যে খোলা চিঠি (পর্ব-১)

Main Image

অধ্যাপক ডা. মুহাম্মদ আকরাম হোসেন


এদেশের স্বাস্থ্য সেক্টরে (বিশেষ করে মেডিকেল কলেজ/হাসপাতালে) একটি অনিয়ম  যুগ যুগ ধরে  প্রকাশ্র‍্যেই চলে আসছে এবং এখনো চলছে। এই বিপ্লবের পরে তার অবসান হওয়া জরুরী। 

 

অন্যান্য ক্যাডারে বদলী একটি নিয়মিত ব্যাপার। কিন্ত মেডিকেল কলেজ/হাসপাতালে এটি একটি অন্য রকম ব্যাপার, কারন এর সাথে প্র‍্যাক্টিস জড়িত। তাই দেখা যায়, যার যেখানে প্রাক্টিস জমে গেছে সেখান থেকে সে সরতে চায় না। আর পলিটিক্যাল কারণ ছাড়া বদলী এখন নেই বললেই চলে। পলিটিকাল কারনে যখন বদলী করা হয় তখন সেই কর্মকর্তা সেটাকে শাস্তি হিসেবে ধরে নেন। তিনি চাকুরী ধরে রাখার জন্য নতুন কর্মস্থলে যোগ দিয়ে আগের জায়গায় প্র‍্যাক্টিস করেন (বেশিরভাগ ক্ষেত্রেই) এবং সেখানকার প্রশাসনকে ম্যানেজ করে ফেলেন।ফলে উভয় কর্মস্থলের ছাত্র ছাত্রীরা এবং জনগন তাদের সেবা থেকে বঞ্চিত হয়। 
 

এই চিত্র স্বচক্ষে দেখে আসছি ময়মনসিংহ মেডিকেল চাকুরী কালীন সময়ে। সেখানে পোস্টিং রত সহ-অধ্যাপক থেকে অধ্যাপক পর্যন্ত যারা ঢাকায় অবস্থান করতেন তাদের প্রায় সবাই এই কাজ করতেন। কেউ সপ্তাহে একদিন কেউ বা দু'দিন আসতেন কেউ ছিলেন আরও অনিয়মিত। অন্যান্য প্রান্তিক মেডিকেল কলেজের ক্ষেত্রেও একই চিত্র দেখা যেত।
 

এখন যারা স্বাস্থ্যে প্রশাসনের উচ্চতর পদগুলোতে নিয়োগ পেয়েছেন, তাদেরও অনেকেই একই কাজ করেছেন। এই অনৈতিক কাজ যারা করতেন তাদের অনেকেই আবার রীতিমতো প্র্যাক্টিসিং মুসলিম অর্থাৎ নামাজ, রোজা, হজ্ব, উমরাহ নিয়মিত করতেন। 
 

এখন প্রশাসনিক কারনে যাদের বিভিন্ন স্থানে বদলি করা হয়েছে তারাও একই কাজ করছেন বলে জানা  গেছে। তাদের এই কাজে কোন লুকোছাপাও নেই কারণ তারা প্রকাশ্যেই অফিসিয়াল দিনেই প্র‍্যাক্টিস করে থাকেন।
 

বিশেষ দ্রস্টব্য: 

 

এটি সাধারন চিত্র ব্যতিক্রমীদের জন্য প্রযোজ্য নয়। কোন ব্যক্তি বিশেষকে উদ্দেশ্য করাও উদ্দেশ্য নয়। শুধু সমস্যা তুলে ধরার চেষ্টা করা হয়েছে। ভুলত্রুটি মার্জনীয়। 
 

সমাধানের উপায় কি?
 

১। প্রাতিষ্ঠানিক প্র‍্যাক্টিস চালু করা  
২। কাজের ভালো পরিবেশ তৈরি করা।
৩। প্রশাসনিক কড়াকড়ি আরোপ করা
৪। প্রমোশন /বদলীর নীতিমালা তৈরি ও বাস্তবায়ন করা।

 

লেখক:

অধ্যাপক ডা. মুহাম্মদ আকরাম হোসেন (কে-৩৫)
মাইক্রোবায়োলজির প্রাক্তন শিক্ষক বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ (ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, দিনাজপুর) 
বর্তমানে এপোলো ইম্পেরিয়াল হাসপাতাল চট্টগ্রামে ল্যাবরেটরি মেডিসিন এর প্রধান হিসেবে কর্মরত। 

আরও পড়ুন