Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


প্রধান উপদেষ্টার জন্য মেডিকেল টিম গঠন রুটিন ওয়ার্ক: বিএসএমএমইউ ভিসি

Main Image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের চিকিৎসার জন্য মেডিকেল টিম গঠন করা নিয়ে কোন ধরনের গুজব না ছড়ানোর আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান। মঙ্গলবার (২২ অক্টোবর) প্রধান উপদেষ্টার চিকিৎসার জন্য একটি মেডিক্যাল টিম গঠন করার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। সূত্রঃ বাসস

 

অধ্যাপক ডা. সায়েদুর রহমান বলেন, ‘এটি একটি নৈমিত্তিক বিষয় বা রুটিন ওয়ার্ক। রাষ্ট্র ও সরকার প্রধানদের চিকিৎসার জন্য এ ধরনের মেডিক্যাল টিম নিয়মিত গঠন করা হয়ে থাকে। এ নিয়ে কোনো ধরনের গুজব না ছড়ানোর জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে।’

আরও পড়ুন