Ad
Advertisement
Doctor TV

বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫


এমবিবিএস ও বিডিএস ভর্তি কার্যক্রম শুরু ৩০ ডিসেম্বর, মাইগ্রেশন সর্বোচ্চ তিনবার

Main Image


২০২৫–২৬ শিক্ষাবর্ষে সরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজে এমবিবিএস ও বিডিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম আগামী ৩০ ডিসেম্বর শুরু হয়ে ৬ জানুয়ারি পর্যন্ত চলবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে বলে জানিয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফল এবং এসএসসি ও এইচএসসির জিপিএ বিবেচনায় মেধা স্কোর নির্ধারণ করে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে। এর আওতায় দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটে বিডিএস কোর্সে ৪৬ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছে।

 

অধিদপ্তর জানায়, নির্বাচিত শিক্ষার্থীরা নিজ নিজ কলেজে ভর্তি সম্পন্ন করার পর অনলাইনে কলেজ পরিবর্তন বা মাইগ্রেশনের জন্য আবেদন করতে পারবেন। প্রচলিত নীতিমালা অনুযায়ী একজন শিক্ষার্থী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।

 

এদিকে ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে ১ হাজার টাকা ফি জমা দিয়ে এ আবেদন করতে হবে এবং পুনর্নিরীক্ষণের ফল এসএমএসের মাধ্যমে জানানো হবে।

 

পাশাপাশি পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের সনদ ও প্রমাণক যাচাইয়ের লক্ষ্যে আগামী ১৮ ও ২১ ডিসেম্বর সাক্ষাৎকার নেওয়া হবে। যাচাই-বাছাইয়ে কোনো তথ্য মিথ্যা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।

আরও পড়ুন