Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫


খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসায় অগ্রগতি আশাব্যঞ্জক: ডা. জাহিদ

Main Image


বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। তিনি চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী নিয়মিত চিকিৎসা গ্রহণ করছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

 

বৃহস্পতিবার দুপুরে ঢাকার এভারকেয়ার হাসপাতালের বাইরে এক সংবাদ ব্রিফিংয়ে অধ্যাপক জাহিদ বলেন, খালেদা জিয়ার বর্তমান চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসকরা আশাবাদী এবং ধীরে ধীরে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হবে বলে তারা বিশ্বাস করেন। তবে বয়সজনিত জটিলতা ও অতীতে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার কারণে তাঁর অসুস্থতা দীর্ঘায়িত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

 

খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম সার্বক্ষণিকভাবে তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। পাশাপাশি পরিবারের সদস্যরাও নিয়মিত খোঁজখবর রাখছেন। বর্তমানে তিনি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন থাকায় সরাসরি সাক্ষাৎ সীমিত রয়েছে।

 

অধ্যাপক জাহিদ এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টামণ্ডলী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান, যেন হাসপাতালের অন্যান্য রোগীদের চিকিৎসা কার্যক্রমে কোনো ধরনের বিঘ্ন না ঘটে।

 

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর বেগম খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন পর ফুসফুসে সংক্রমণ দেখা দিলে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড তাঁর চিকিৎসা তত্ত্বাবধান করছে।

আরও পড়ুন