
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজশাহী মেডিকেল কলেজ (আরএমসি) শাখার উদ্যোগে ‘ভিক্টরি রান উইথ আরএমসি শিবির’ শীর্ষক একটি দৌড় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় রাজশাহী মেডিকেল কলেজের শাকিল ক্যান্টিন প্রাঙ্গণ থেকে দৌড়ের সূচনা হয়। পরে কলেজ গেট ও মুক্তমঞ্চ প্রদক্ষিণ করে টি-বাঁধ এলাকায় গিয়ে কর্মসূচিটি শেষ হয়। এতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
আয়োজকদের মতে, বিজয় দিবসের চেতনাকে ধারণ করার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করা এবং পড়াশোনায় আরও মনোযোগী করে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত এই ভিক্টরি রানে অংশগ্রহণকারীদের মধ্য থেকে প্রথম দশজনকে মেডেল প্রদান করা হয়। এ ছাড়া সকল অংশগ্রহণকারীর জন্য টি-শার্ট ও সকালের নাস্তার ব্যবস্থা করা হয়।
এ সময় আরএমসি ছাত্রশিবির সভাপতি সাকিব রানা বলেন, শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তারা অত্যন্ত আনন্দিত। তিনি আশাবাদ ব্যক্ত করেন, নতুন প্রজন্মের শিক্ষার্থীরা সুস্থ রাজনৈতিক ধারা ও শিক্ষার্থীবান্ধব কার্যক্রমকে ইতিবাচকভাবে গ্রহণ করবে।
অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও জানান, এ ধরনের উদ্দীপনামূলক ও শিক্ষার্থীকেন্দ্রিক আয়োজন ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে—এমন প্রত্যাশা তাদের।
আরও পড়ুন