Ad
Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫


সিএমএইচে চিকিৎসা নিলেন প্রধান উপদেষ্টা

Main Image

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস


প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসা শেষে আবার কাজে ফিরেছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। সূত্র: বাসস।

 

তিনি বলেন, ত্বকের ছোট চিকিৎসার জন্য প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সামরিক হাসপাতালে যান। সেখানে তার ত্বকের একটি ছোট ক্ষত অপসারণ সফলভাবে সম্পন্ন করা হয়। 

 

প্রেস সচিব জানান, চিকিৎসা শেষে প্রধান উপদেষ্টা শুক্রবার (১৮ অক্টোবর) সকালে পুনরায় দায়িত্ব পালন শুরু করেছেন। সংস্কারের লক্ষ্যে চলমান সংলাপের অংশ হিসেবে ড. ইউনূস আগামীকাল শনিবার বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনায় বসবেন।

আরও পড়ুন