Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


টাইফয়েড-নিউমোনিয়াসহ কয়েকটি রোগে কাজ করছে না অ্যান্টিবায়োটিক

Main Image

অ্যান্টিবায়োটিক


টাইফয়েড-নিউমোনিয়াসহ কয়েকটি রোগের বিরুদ্ধে অ্যান্টিবায়োটিক আর কাজ করছে না বলে জানিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের (আইসিএমআর) অ্যান্টিমাইক্রোবায়াল রেজিস্ট্যান্স সারভায়লেন্স নেটওয়ার্ক (এএমআরএসএন)। এর অন্যতম কারণ, এসব রোগের ব্যাকটেরিয়া এখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে উঠেছে। সূত্র: ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে

 

প্রতিবেদনে বলা হয়েছে, মূত্রনালীর সংক্রমণ, রক্তে সংক্রমণ, নিউমোনিয়া, সেপসিস, শ্বাসযন্ত্রের সংক্রমণ, ডায়রিয়া ও টাইফয়েডের চিকিৎসা এখন বেশ দুরূহ হয়ে উঠেছে। এতদিন যেসব অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হতো, তা আর কাজ করছে না।    


২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন হাসপাতালের ডেটা সংগ্রহ করে এই পর্যবেক্ষণ পাওয়া গেছে। এ সময় ই. কোলাই ক্লেবসিয়েলা নিউমোনিয়া, সিউডোমোনাস অ্যারোগিনোসার মতো বিভিন্ন ক্ষতিকারণ অ্যান্টিবায়োটিক নিয়ে কাজ করা হয়। প্রায় ১ লাখ নমুনা নিয়ে গবেষণা করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষক দল।  

 

উল্লেখ্য, যখন কোনো ব্যাকটেরিয়া, ছত্রাক ও পরজীবী সময়ের সঙ্গে পরিবর্তিত হয় এবং তাদের বিরুদ্ধে ব্যবহৃত ওষুধে আর কাজ হয় না, তখন অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তৈরি হয়। 

আরও পড়ুন