Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


এমপক্স কী? এটা কীভাবে ছড়ায়?

Main Image

এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাস আক্রান্ত বক্তি


এমপক্স বা মাঙ্কিপক্স ভাইরাসজনিত রোগ। রোগটি মূলত বানরজাতীয় প্রাণীর হয়ে থাকে। এটি প্রাণী থেকেই মানুষে এসেছে। এখন মানুষ থেকে মানুষে তা সংক্রমিত হচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, সমকামী পুরুষদের মধ্যে রোগটি বেশি ছড়াতে দেখা গেছে।

 

এমপক্স কীভাবে ছড়ায়?

 

এমপক্স সংক্রমিত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক, সরাসরি সংস্পর্শ কিংবা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি এসে কথা বলা বা শ্বাস নেয়ার মতো ঘনিষ্ঠ যোগাযোগের মাধ্যমে একজন থেকে অন্যজনে ছড়াতে পারে।  

এমপক্স ভাইরাসটি ফাটা চামড়া, শ্বাসতন্ত্র বা চোখ, নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করতে পারে।

 

এমপক্স ভাইরাসে দূষিত হয়েছে এমন জিনিস- যেমন বিছানা, পোশাক এবং তোয়ালে স্পর্শের মাধ্যমেও এটি ছড়াতে পারে।

 

বানর, ইঁদুর এবং কাঠবিড়ালির মতো কোনো প্রাণী যদি এতে সংক্রমিত হয় আর কেউ যদি ওই সংক্রমিত প্রাণীর সঙ্গে বেশি কাছাকাছি আসে তবে তিনি ভাইরাসটিতে আক্রান্ত হতে পারেন।

 

ইতোপূর্বে ২০২২ সালের বৈশ্বিক প্রাদুর্ভাবের সময় বেশিরভাগ ক্ষেত্রে যৌন সম্পর্কের মাধ্যমে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

 

কঙ্গোর বর্তমান প্রাদুর্ভাবের বড় একটি কারণ আক্রান্ত ব্যক্তির সঙ্গে যৌন সম্পর্ক ও ঘনিষ্ঠ যোগাযোগ।

 

ছোট শিশুসহ অন্যান্য ঝুঁকিপূর্ন সম্প্রদায়ের মধ্যে এমপক্স পাওয়া গেছে।

আরও পড়ুন