Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ডাক্তার হয়ে গাজাবাসীর পাশে দাঁড়ানোর স্বপ্ন ছিল আলহাবিলের

Main Image

মেডিকেলের শেষ বর্ষের ছাত্র গাজার খান ইউনিসের বাসিন্দা মোহাম্মাদ আলহাবিল


স্বপ্ন ছিল ডাক্তার হয়ে গাজায় নিজস্ব ক্লিনিক গড়ে তুলবে। এজন্য ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অধীনে দুটি হাসপাতালে প্রশিক্ষণেও অংশ নিয়েছিলেন গাজার খান ইউনিসের বাসিন্দা মোহাম্মাদ আলহাবিল। পড়ছিলেন মেডিকেলের শেষ বর্ষে। সূত্র: বিবিসি

তার এই স্বপ্ন এখন স্বপ্নই থেকে গেল। গাজায় ইসরায়েলের হামলায় তার এখন বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। ইসরায়েলি হামলা শুরুর ঠিক সপ্তাখানেক আগে ইংল্যান্ড থেকে ফিরে আসেন গাজায়। এরপর হামলা শুরু হলে তার বাড়িঘর ধ্বংসস্তূপে পরিণত হয়। এরপর খান ইউনিস থেকে ১৫ লাখ ফিলিস্তিনি নাগরিকের সঙ্গে জোরপূর্বক তাদের চলে আসতে হয় রাফা এলাকায়। এখানেও থাকা তাদের কঠিন হয়ে পড়েছে।

আলহাবিল বলেন, আমার ডাক্তার হওয়ার স্বপ্ন এখন শুধু টিকে থাকার ও বেঁচে থাকার উপায় অনুসন্ধানে পরিণত হয়েছে। অথচ মাত্র ছয় মাস আগেও আমি বসেছিলাম জন রেডক্লিফ হাসপাতালে, যেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত মেডিকেল শিক্ষার্থী হিসেবে আমাকে গ্রহণ করা হয়েছিল।

এখন তিনি ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার ফলে সৃষ্ট সংঘাত থেকে বাঁচতে এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তার পড়াশোনা শেষ করতে একটি তহবিল সংগ্রহ (ফান্ড রেইজ) করছেন। তার লক্ষ্য ৩৪ হাজার পাউন্ড সংগ্রহ করা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমান ৫০ লাখ টাকা।

তিনি বলেন, আমার জীবনের সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যেতে হচ্ছে। এ যেন এক দুঃস্বপ্নের মতো কাটছে আমার। সামান্য রুটি ও পানির জন্য ঘণ্টার পর ঘণ্টা আমাদের লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’

আরও পড়ুন