Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


যুক্তরাষ্ট্রে ১৪ শতাব্দীর প্রাণঘাতী বুবোনিক প্লেগ রোগী শনাক্ত

Main Image

যুক্তরাষ্ট্রে বিরল রোগ বুবোনিক প্লেগ আক্রান্ত রোগী শনাক্ত


যুক্তরাষ্ট্রে বিরল রোগ বুবোনিক প্লেগ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। মার্কিন প্রশাসনের সূত্রে বার্তা সংস্থা এএফপি এ তথ্য প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ওরেগনে মানব শরীরে বুবোনিক প্লেগ শনাক্ত করা হয়েছে। তবে আক্রান্ত হওয়া ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। ওই রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। বিড়াল থেকে এ রোগটি সংক্রমিত হয়েছে বলে ধারণা তাদের। 

১৪ শতাব্দীতে ৫ কোটিরও বেশি মানুষের মৃত্যুর কারণ হয়েছিল বুবোনিক প্লেগ রোগটি। ব্ল্যাক ডেথ নামের সেই মহামারি সে সময় ইউরোপের জনসংখ্যার এক-তৃতীয়াংশের মৃত্যুর কারণ ছিল। বর্তমানে এর চিকিৎসা রয়েছে। তারপরও এটিকে বিপজ্জনক বলছেন চিকিৎসকরা। 

ডেসচুটস কাউন্টি স্বাস্থ্য কর্মকর্তা ড. রিচার্ড ফসেট বলেন, ‘পোষা প্রাণীদের সংস্পর্শে আসা সব বাসিন্দাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং অসুস্থতা প্রতিরোধের জন্য ওষুধ সরবরাহ করা হয়েছে।’

মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বুবোনিক প্লেগ সংক্রমণের আট দিন পর দেহে উপসর্গ দেখা দেয়। সাধারণত প্লেগে আক্রান্ত পশু বা মাছি থেকেই সংক্রমণ ছড়ায়। বুবোনিক প্লেগের অন্যতম উপসর্গ হল জ্বর, শারীরিক দুর্বলতা, মাথা ঘোরা, শরীরে শিহরণ ও পেশিতে ব্যথা হওয়া। সঠিক সময়ে ধরা না পড়লে বুবোনিক প্লেগ সেপ্টিসেমিক প্লেগেও পরিণত হতে পারে, যা শরীরের ধমনীকে সংক্রমিত করে। এছাড়া নিউমোনিক প্লেগও হয়, যেখানে ফুসফুস সংক্রমিত হয়। উভয় সংক্রমণই অত্যন্ত গুরুতর।


এর আগে ২০১৫ সালে সবশেষ বুবোনিক প্লেগে আক্রান্ত রোগী শনাক্ত হয়।

আরও পড়ুন