Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


যেসব কারণে এফসিপিএস ডিগ্রি নিতে আগ্রহ বাড়ছে চিকিৎসকদের

Main Image

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্স (ইনসেটে ডা. আল মামুন)


বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের (বিসিপিএস) FCPS ডিগ্রীটা দিন দিন পোস্টগ্রাজুয়েট স্টুডেন্টদের নিকট জনপ্রিয় হয়ে উঠেছে। এইতো কিছু দিন পূর্বেও FCPS ডিগ্রীটা নিয়ে ছাত্রছাত্রীদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া ছিল। কারণ সিনিওররা ট্রেনিং শেষ করে বার বার পরীক্ষা দিয়ে ফেল আর ফেল এর তকমা নিয়ে ঘুরে বেড়াতো।

কিন্তু বেশ কয়েক বছর ধরে BCPS এর ডায়নামিক নেতৃত্বের জন্য সে তকমা হতে অনেকটাই বের হয়েছে।
পার্ট-১ পরীক্ষার পাশ রেট পূর্বের তুলনায় অনেকটা ভালো।

ফাইনাল পরীক্ষায়ও পাশ রেট পূর্বের তুলনায় অনেকটা ভালো। যার দরূণ এক জন সদ্য ইন্টার্ণ শেষ করা ছাত্রছাত্রীর নিকট এই পরীক্ষাটা দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে।
এর জনপ্রিয়তার আরও কিছু কারণ রয়েছে।

১। FCPS এর ট্রেনিং করার জন্য অনেক গুলো প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠান গুলোতে আপনি সুবিধা মতো ভেঙ্গে ভেঙ্গে মোট ৫ বছর ট্রেনিং শেষ করে ফাইনাল পরীক্ষা দিতে পারবেন।

২।পরীক্ষার পদ্ধতিটা বেশ গোছালো।

৩।বর্তমানে প্রশ্নের ধরণ বেশ প্রাকটিক্যাল নির্ভর হওয়াতে পাশ রেট উন্নতি হয়েছে।

৪।এ বছর নতুন নিয়মে এক দিনে মোট ৩০০ নম্বরে পরীক্ষা হয়েছে যেখানে পাশ নম্বর ছিল ২১০। কিন্তু পূর্বে এটা ছিল তিন দিনে তিনটি পত্রের পরীক্ষা যেখানে প্রতিটি পত্রে আলাদা আলাদা ৭০ করে পেতে হতো। সে জন্য পার রেট কম ছিল।

৪।এই পরীক্ষাটা বছরে ২ বার হয়, মানে প্রতি বছর জানুয়ারী এবং জুলাই সেশনে ।

৫।এই পরীক্ষাতে ১৫০ টি প্রশ্নের বিপরীতে সময় ৪ ঘন্টা। যেখানে ৭৫ টি প্রশ্ন MCQ ধরনের এবং ৭৫ টি প্রশ্ন SBA (Single Best Answer). যার প্রতিটি সঠিক উত্তরের জন্য ২ নম্বর করে।

৬।এখানে ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং নেই যার জন্য নির্ভয়ে সবাই সব গুলো প্রশ্নের উত্তর দিতে পারেন।

লেখক-

ডা. আল মামুন
এমবিবিএস, বিসিএস(স্বাস্থ্য)
এফসিপিএস পার্ট২ ট্রেনিং(অর্থোপেডিক সার্জারী)
এমএস কোর্স (অর্থ্রোপেডিক সার্জারী)
সহকারী রেজিস্টার (সার্জারী বিভাগ)
কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতাল, মানিকগঞ্জ।

আরও পড়ুন