ইসরায়েলের বিমান হামলায় এক ফিলিস্তিনি পরিবারের সদস্যদের জানাজার চিত্র
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইসরায়েলের হামলায় নিহত ফিলিস্তিনিদের যে সংখ্যা প্রকাশ করেছে- তাকে 'বিশ্বাসযোগ্য' বলে জানিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের জন্য সংস্থা ইউএনআরডব্লিউএ। নিহত ফিলিস্তিনিদের সংখ্যা নিয়ে ওয়াশিংটনের সন্দেহ প্রকাশের পর এ বক্তব্য দিল জাতিসংঘ।
ইউএনআরডব্লিউএর প্রধান ফিলিপ্পে লাজ্জারিনি সাংবাদিকদের বলেন, অতীতে গাজা উপত্যকায় পাঁচ-ছয় দফা সঙ্ঘাতেও এসব সংখ্যাকে বিশ্বাসযোগ্য মনে করেছিল সবাই। কেউ কখনোই মৃতের সংখ্যাকে চ্যালেঞ্জ করেনি।
লাজ্জারিনি জানান, চলতি সংঘাত শুরু হওয়ার পর ইউএনআরডব্লিউএর ৫৭ জন কর্মী নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় নিহতের যে হিসাব দিয়েছে, তার সঙ্গে তাদের হিসাব মিলে যায়। আমাদের হিসাবেও কমবেশি এরকমই আসে বলে জানান তিনি।
এরআগে বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছিলেন, গাজায় ইসরায়েলের বোমা হামলায় নিহতের যে সংখ্যা ফিলিস্তিনিরা প্রকাশ করছে, সেটির ওপর তার 'আস্থা নেই'। তার এ মন্তব্যের একদিন বাদেই লাজ্জারিনি এই মন্তব্য করলেন।
বাইডেন বলেন, নিহতের সংখ্যা নিয়ে ফিলিস্তিনিরা সত্য বলছে কি না, তা নিয়ে আমার কোনো ধারণা নেই।
এমনকি গত ১৭ অক্টোবর গাজার আল-আহলি আরব হাসপাতালে হামলার পর গাজা কর্তৃপক্ষের প্রকাশিত ৪৭১ জন নিহতের সংখ্যা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন মার্কিন গোয়েন্দারা। তাদের মতে, ওই হামলায় ১০০ থেকে ৩০০ জনের মৃত্যু হয়েছে।
বাইডেনের মন্তব্যের পরই গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গত ৭ অক্টোবর থেকে নিহত হওয়া ৭ হাজার ২৮ জন ফিলিস্তিনির নামসহ বিস্তারিত তালিকা প্রকাশ করেছে।
২১২ পৃষ্ঠার সেই তালিকায় নিহত ব্যক্তিদের নাম ও বয়স উল্লেখ করা হয়েছে। নিহতদের মধ্যে পূর্ণাঙ্গ পরিচয় শনাক্ত করা গেছে ৬ হাজার ৭৪৭ জনের। আর ২৮১টি মরদেহের পরিচয় শনাক্ত করা যায়নি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় প্রকাশিত নথি থেকে জানা যায়, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৬৬৫ শিশু নিহত হয়েছে।
আরও পড়ুন