Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স

Main Image

সব এন্টিবায়োটিকই রেজিস্ট্যান্ট (ইনসেটে ডা. মো. তরিকুল হাসান)


এই শতাব্দীর চিকিৎসাক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স রোধ করা। আজকে আমাদের ওয়ার্ডে একজন রোগীর প্রস্রাবের কালচারের রিপোর্ট এটা। হাতে নিয়ে কিছুক্ষণ স্তম্ভিত হয়ে রইলাম। সব এন্টিবায়োটিকই রেজিস্ট্যান্ট!

আমাদের সবাইকে এন্টিবায়োটিক খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে নইলে এই বিপদ একদিন নিজের ঘাড়েই এসে উপস্থিত হবে।

★ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ছাড়া এন্টিবায়োটিক ধরনের ওষুধ খাওয়া যাবে না।

★ নির্দিষ্ট মেয়াদের পুরো সময়েই নির্দিষ্ট ডোজের ওষুধ খেতে হবে।

★ রেজিস্টার্ড চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া এ ধরনের ওষুধ কেনা-বেচা করা যাবে না।

★ এন্টিবায়োটিক চিনবেন কিভাবে? বর্তমানে প্রায় সব এন্টিবায়োটিকের মোড়কে লাল রঙের লেবেল দেয়া থাকে।

লেখক ঃ
ডা. মো. তরিকুল হাসান।
২১/১০/২৩
ময়মনসিংহ।

আরও পড়ুন