Advertisement
Doctor TV

শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫


বিশ্ব স্কাউট জাম্বুরিতে গিয়ে অসুস্থ শতাধিক কিশোর-কিশোরী

Main Image

দক্ষিণ কোরিয়ায় চলমান বিশ্ব স্কাউট জাম্বুরির খন্ডচিত্র


দক্ষিণ কোরিয়ায় চলমান বিশ্ব স্কাউট জাম্বুরিতে অংশ নেওয়া শত শত ছেলে-মেয়ে অতিরিক্ত গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছে। অবিলম্বে আয়োজন বাতিলের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ অভিভাবকরা ।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের দক্ষিণাঞ্চলের শহর সেমেনজিয়ামে চলছে ১২ দিনব্যাপী  বিশ্ব স্কাউট জাম্বুরির ২৫তম আসর। এতে ১৫৫ দেশের অন্তত ৪০ হাজার কিশোর-কিশোরী অংশ নিয়েছে। অংশগ্রহণকারীদের অধিকাংশই মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।

তবে আয়োজনের শুরুতেই বড় ধাক্কা খেয়েছেন আয়োজকরা। অতিরিক্ত তাপমাত্রা এখন আয়োজকদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত বৃহস্পতিবার এক দিনেই প্রায় দেড় হাজার অংশগ্রহণকারীকে হাসপাতালে নেওয়া হয়েছে।

জাম্বুরি আয়োজক কমিটির চেয়ারম্যান কিম হিউন-সুকের বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন।

স্থানীয় স্বেচ্ছাসেবকরা সিএনএনকে জানিয়েছে, ইতোমধ্যে অনেকেই ক্যাম্প ছেড়ে সিউলের বিভিন্ন হোটেলে অবস্থান নিয়েছে।

ক্ষুব্ধ একজন অভিভাবক সিএনএনকে জানিয়েছেন, তার ছেলে জাম্বুরিতে মাটিতে ঘুমিয়ে রাত কাটিয়েছে, কারণ সেখানে পর্যাপ্ত তাঁবু বা খাট নেই।

স্প্যানিশ এক অভিভাবক জানিয়েছেন, তার মেয়ে অনুষ্ঠানে যোগ দিয়েছিল। সে জানিয়েছে, সেখানে পর্যাপ্ত খাবার নেই, এছাড়া সূর্যের সরাসরি তাপ থেকে রক্ষার ব্যবস্থা নেই।

স্কাউট জাম্বুরিতে তাপপ্রবাহে অসুস্থতার খবরে দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন। ক্যাম্পসাইটে শীতাতপ নিয়ন্ত্রিত বাস ও রেফ্রিজারেটর ট্রাক পাঠানো হয়েছে।

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আয়োজকরা জানান, ক্যাম্পে রেডক্রস কাজ করছে। এ ছাড়া সামরিক বাহিনী আশ্রয়কেন্দ্র স্থাপনসহ বিভিন্ন সহায়তা দিচ্ছে। এ ছাড়া জাম্বুরিতে চিকিৎসা কর্মী, কীটপতঙ্গ নিয়ন্ত্রণ কর্মী, বহনযোগ্য টয়লেটের সংখ্যা ও খাদ্য সরবরাহও বাড়ানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার তথ্য মতে, চলতি বছরের মে মাস থেকে তাপজনিত অসুস্থতায় দেশটিতে ১৯ জন মারা গেছেন, এছাড়া দেড় হাজারের বেশি মানুষ অসুস্থ হয়েছেন।

আরও পড়ুন