Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


লিভারের সব রোগের চিকিৎসা হচ্ছে বিএসএমএমইউয়ে

Main Image

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রোববার (৩০ জুলাই) বিএসএমএমইউর শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে


বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) লিভারের রোগের সব ধরনের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এমনকি লিভার ট্রান্টপ্ল্যান্টের মতো জটিল চিকিৎসাও এই বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বলে জানিয়েছেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। 

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে রোববার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের শিশু গ্যাস্ট্রোএন্টারোলজি ও পুষ্টি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দিবসটি উপলক্ষে সকালে বর্ণাঢ্য র‌্যালি বিশ্ব বিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে বের হয়ে ই ব্লকে গিয়ে শেষ হয়। পরে ই ব্লকের অডিটোরিয়ামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন পেডিয়াট্রিক গ্যাস্ট্রোএন্টারোলজি এন্ড নিউট্রিশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ রোকুনুজ্জামান। এবারে দিবসটির প্রতিপাদ্য- হেপাটাইটিস নিয়ে আর অপেক্ষা নয়, নিজেকে এবং আপনার পরিবারকে রক্ষা করতে আজই হেপাটাইটিস পরীক্ষা করুন। 

ভিসি বলেন, লিভারের রোগ শিশুদেরও হয়। লিভারের রোগের বিষয়ে সবাইকে আরো সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, বিএসএমএমইউয়ে লিভারের রোগের সব ধরনের চিকিৎসাসেবা দেয়া হচ্ছে। এমনকি লিভার ট্রান্টপ্ল্যান্টের মতো জটিল চিকিৎসাও এখানে হচ্ছে। এই রোগ প্রতিরোধে এবং লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা থেকে নিজেকে ও পরিবারের সদস্যদের রক্ষায় সচেতনতারা পাশাপাশি পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এই রোগ চিহ্নিত করে যথাযথ চিকিৎসা নেয়ার পরামর্শ দেন তিনি। 

অনুষ্ঠানে জানানো হয়, বর্তমান বিশ্বে ৩.৫ শতাংশ (২৫৭ মিলিয়ন) মানুষ লিভারের রোগ হেপাটাইটিসে আক্রান্ত। প্রতি বছর ১ মিলিয়ন মানুষ মারা যায় এবং বছরে ১.৮ মিলিয়ন শিশু নতুন করে এই রোগে আক্রান্ত হয়।

আরও পড়ুন