Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চিকিৎসা তো ঝুঁকি নিয়েই করতে হয়

Main Image

হাসপাতালে ভর্তি হওয়া রোগী (ইনসেটে লেখক)


চিকিৎসা মূলত ঝুঁকি নিয়েই করতে হয়-

সুস্থ মানুষকে তো আর চিকিৎসা দেয়া লাগে না।

অপারেশান তো দূরে সাধারণ এন্টিবায়োটিক প্রয়োগেও অনেক পেশেন্ট ড্রাগ রিয়াকশানে মারা যেতে পারে।
আমাদের দেশে মূলত অনেক ঝুঁকি নিয়েই চিকিৎসক ট্রিটমেন্ট করে থাকেন।

যদি প্রতিনিয়ত পত্রিকাতে আর আমজনতা চিকিৎসা জনিত জটিলতা কে ভুল চিকিৎসা বলে অপপ্রচার করা বন্ধ না করেন তাহলে এই ঝুঁকি টা কে গ্রহণ করে চিকিৎসা প্রদান করবে?

আমার কাজ আমার মত করার সুযোগ দেয়া না হলে তার দায়ভার জনসাধারণের উপর পড়বে।

তুলনামূলকভাবে জটিল রোগিগুলো রেফার হতে থাকবে।

এই ভুক্তভোগী জনগণই হবে।

আমার চিকিৎসা আমার মত করার দাবি পূরণের লক্ষ্যে "চিকিৎসা সেবা সুরক্ষা " আইন যুগপযোগী ও আপডেট করা প্রয়োজন।
কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তা জোরদার, আর এলিগেশান এর মুখে গ্রেফতার এই যায়গাটা সংশোধন করা প্রয়োজন।

নইলে আজ মিডিয়া যেভাবে জনগনকে চিকিৎসকদের বিপরীতে যে যায়গায় এনে দাঁড় করিয়েছে এর দায়ভার তাদেরই।

আসুন মানুষ ও মানবিক হই।

 

লেখক :

ডা: ইমতিয়াজ অর্ক
এমবিবিএস (বিএমএমসিএইচ), বিসিএস (স্বাস্থ্য)
সহকারী সার্জন,
সংযুক্ত: ফরিদপুর জেলা কারাগার হাসপাতাল, ফরিদপুর।

আরও পড়ুন