Ad
Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬


সরকারি হাসপাতালে বিদ্যমান ডেন্টাল চিকিৎসা সেবা

Main Image

সরকারি কোনো হাসপাতালেই সরকারিভাবে ক্যাপ বা ব্রিজের ব্যবস্থা নাই


ঢাকা ডেন্টাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ, চট্টগ্রাম মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজ, সিলেট ওসমানী মেডিকেল কলেজ, শেরেবাংলা মেডিকেল কলেজ বরিশাল এবং রংপুর মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিট সমূহে স্কেলিং, ফিলিং, রুট ক্যানাল ট্রিটমেন্ট, আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা, দাঁত ফেলা সহ বিভিন্নরকম মাইনর ও মেজর ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি, আলগা দাঁত বাঁধাই বা ডেনচার, ইত্যাদি চিকিৎসা করা হয়। এছাড়াও বাচ্চাদের দাঁতের নানা চিকিৎসাও এসব সেন্টারগুলোতে করা হয়।

অন্যান্য সব সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও জেলা হাসপাতালে দাঁত তোলা ও কিছু ওরাল সার্জারি করা হয়। বেশ কিছু জায়গাতে স্কেলিং করা হয়।
সরকারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে মূলত দাঁত তোলা হয়। অল্প কিছু উপজেলায় সীমিত পরিসরে স্কেলিং এর ব্যবস্থা আছে।

উল্লেখ্য, সরকারি কোনো হাসপাতালেই সরকারিভাবে ক্যাপ, বা ব্রিজের ব্যবস্থা নাই।

লেখক :

রায়হান-উল আরেফীন (রুশো)

ম্যাক্সিলোফিসিয়াল এন্ড ডেন্টাল সার্জন, 

২৫০ শযা বিশিষ্ট জেনারেল হাসাপাতাল, নোয়াখালী। 

আরও পড়ুন