Advertisement
Doctor TV

মঙ্গলবার, ৬ মে, ২০২৫


তারা বিজ্ঞানের মোড়কে পরিবেশন করছে অপবিজ্ঞান

Main Image

তারা বিজ্ঞানের মোড়কে পরিবেশন করছে অপবিজ্ঞান


মেডিকেল ফিল্ডে ইনফ্লুয়েন্সার তৈরি হয়েছে।  

অনলাইনের আর সব ইনফ্লুয়েন্সারের মতই এরা সস্তা ও মানহীন বস্তুকে ওভাররেইট করছে নানারকম ভুজুংভাজুং, সিউডোসায়েন্টিফিক কথাবার্তা দিয়ে। 

ইনফ্লুয়েন্সাররা কি করে? শুরুতে নানারকম কায়দায় নিজেদের ফলোয়ার বাড়ায়। এটা তাদের ইনভেস্টমেন্ট।

তারপর  প্রোডাক্ট প্রমোশন করে৷ অধিকাংশই এক পর্যায়ে এসে ভাড়ায় খাটে। ফলোয়াররা হলো তাদের পুঁজি। এই পুঁজিকে মূলধন করেই তারা ভাড়ায় খাটে৷ তারপর মানহীন আয়ুর্বেদিক প্রোডাক্টগুলোকে তারা বিক্রি করতে থাকে। 

হাঁটুব্যথা, কোমরব্যথার হারবাল প্রোডাক্টকে এককালে প্রমোশন করত বলিউডের পড়তি স্টাররা। বিরাট অংকের টাকা দিয়ে টিভি চ্যানেলের চাংক কিনে তারা জ্যাকিশ্রফ, গোবিন্দর মত বয়স্ক নায়কদের দিয়ে এক সময় মার্কেটিং করত। এখন বেছে নিয়েছে সোশ্যাল মিডিয়ার এক শ্রেনীর সেলিব্রেটিদের। তাতে তুলনামূলক কম খরচেই ক্লায়েন্ট রিচ বাড়ছে অনেক। 

নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে তারা এখন যা খুশি বলছে। দু চারটে জারগন ব্যবহার করে তারা বিজ্ঞানের মোড়কে পরিবেশন করছে অপবিজ্ঞান৷ বিজ্ঞান এখানে বিজ্ঞাপনের উসিলা মাত্র৷ সাথে একটুখানি ধর্মীয় লেবাস, চিকিৎসকদের বদনাম, ওষুধ কোম্পানির বদনাম এগুলো যোগ করতে পারলে তো কথাই নেই।

লেখক :

ডা. গুলজার হোসেন
রক্তরোগ ও রক্তক্যান্সার বিশেষজ্ঞ
জাতীয় ক্যান্সার গবেষণা ইন্সটিটিউট ও হাসপাতাল, ঢাকা

আরও পড়ুন