Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


বাংলাদেশে প্রায় ২৯ ভাগ লোক ফ্যাটি লিভারে আক্রান্ত

Main Image

 ‘বিশ্ব ন্যাশ ডে উপলক্ষে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলন


বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশও প্রায় ২৯ ভাগ লোক ফ্যাটি লিভার ডিজিজে ভুগে থাকেন। এর একটা বড় অংশ ন্যাশ ও এর জটিলতা যেমন লিভার সিরোসিস বা লিভার ক্যান্সারের সম্মুখীন হন। ‘বিশ্ব ন্যাশ ডে উপলক্ষে বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটি আয়োজিত বৈজ্ঞানিক সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

বৃহস্পতিবার (৮ জুন) ঢাকা ক্লাবের স্যামসন এইস চৌধুরী হলেে আয়োজিত সম্মেলনে  সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি ও জাতীয় অধ্যাপক ডা. মাহমুদ হাসান। উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। 

সভা পরিচালনা করেন বাংলাদেশ গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চঞ্চল কুমার ঘোষ।
এতে দেশের ৪ জন বিশিষ্ট গ্যাস্ট্রোএন্টারোলজি বিশেষজ্ঞ বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন।

ন্যাশ হওয়ার অন্যতম কারণ হিসেবে বক্তারা বলেন- শরীরের স্থুলতা, ডায়াবেটিস, বেশী বেশী ফার্স্ট ফুড ও চর্বি জাতীয় খাবার গ্রহন, বাচ্চাদের খেলাধুলার সুযোগের অভাব ইত্যাদি। এসব কারণ চিহ্নিত করে এখনই সচেতন হতে হবে। অন্যথায় আগামীতে ব্যাপক সংখ্যক জনগোষ্ঠী স্বাস্থ্যঝুঁকিতে পড়বেন।

উল্লেখ্য, এবারের বিশ্ব ন্যাশ দিবসের প্রতিপাদ্য- ‘Step up for Nash’ অর্থাৎ এখনই ন্যাশ সম্পর্কে সচেতন ও প্রতিরোধ করতে হবে।

আরও পড়ুন