যশোরে করোনায় আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে এবং দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যশোর সদর হাসপাতালে তাঁদের মৃত্যু হয়। আক্রান্ত তিনজনের মধ্যে দুইজনেরই মৃত্যু হলো।
মৃতরা হলেন বাঘারপাড়ার শেখ আমির হোসেন এবং মনিরামপুরের মো. ইউসুফ (৪২)। বিষয়টি নিশ্চিত করেছেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. হুসাইন শাফায়াত।
তিনি জানান, মো. ইউসুফ ১৩ জুন মেডিসিন বিভাগে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাঁকে আইসিইউতে নেওয়া হয়। বুধবার তাঁর করোনা শনাক্ত হয় এবং রাতেই তিনি মারা যান। একই দিন সকালে মারা যান শেখ আমির হোসেন।
ডা. শাফায়াত আরও জানান, বৃহস্পতিবার হাসপাতাল ২০০টি কিট পাচ্ছে, ফলে শনিবার থেকে পুরোদমে নমুনা সংগ্রহ শুরু হবে।
আরও পড়ুন