Ad
Advertisement
Doctor TV

রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫


রামেক হাসপাতালে করোনা রোগীর মৃত্যু

Main Image


রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন এক করোনা রোগীর মৃত্যু হয়েছে। মনসুর রহমান (৬৫) নামের ওই রোগী চাঁপাইনবাবগঞ্জ সদরের বাসিন্দা। হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা চলছিল তার।বৃহস্পতিবার (১৯ জুন) সকালে হাসপাতালের বাথরুমে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেন। 

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বাসিন্দা মনসুর রহমান অসুস্থ হয়ে গত ৯ জুন মেডিসিন বিভাগে ভর্তি হন। অসুস্থতার লক্ষণ দেখে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়ে। এরপর ১৬ জুন তাকে রামেক হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিলো। তার শ্বাসকষ্ট ছিল। অক্সিজেন চলছিল।

 

হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম কটন জানান, সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে টয়লেটে যান। এ রকম রোগীকে আমরা টয়লেটের দরজা বন্ধ না করার জন্যই বলি। কিন্তু তিনি দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পর তিনি পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা টয়লেটের দরজা ভেঙে মনসুরকে উদ্ধার করে। তার আগেই তিনি মারা যান।

আরও পড়ুন