Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


করোনায় ৩৩ কোটি বছর আয়ুষ্কাল হারিয়েছে মানবজাতি

Main Image

প্রতিজনের মৃত্যুর জন্য গড়ে ২২ বছর করে জীবনবর্ষ নষ্ট হয়েছে।


করোনা মহামারির প্রথম দুই বছরে বিশ্বে প্রায় ৭০ লাখ মানুষ প্রাণ হারিয়েছে। এতে সামষ্টিক জীবন আয়ুষ্কাল প্রায় ৩৩ কোটি ৭০ লাখ বছর কমে গেছে বলে জানিয়েছ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

শুক্রবার (১৯ মে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বার্ষিক পরিসংখ্যান-সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ২০২২ সাল পর্যন্ত করোনা মহামারির তথ্য বিশ্লেষণ করে প্রতিবেদনটি দিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে দেখা গেছে, হৃদরোগ, ক্যানসার ও ডায়াবেটিসের মতো অসংক্রামক ব্যাধিতেও মৃত্যুঝুঁকি বাড়ছে। বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, করোনা মহামারিতে বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আনুষ্ঠানিকভাবে ২০২০ ও ২০২১ সালে করোনায় ৫৪ লাখ মানুষের নিশ্চিত মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে সম্ভাব্য মৃত্যুর সংখ্যা নিয়ে তারা যে পরিসংখ্যান করেছে তাতে বলা হয়েছে, করোনায় প্রকৃত মৃত্যুর সংখ্যা ১ কোটি ৪৯ লাখ হতে পারে।

ডব্লিউএইচওর পরিসংখ্যানে দেখা গেছে, শুধু দুই বছরে করোনার কারণে বিশ্বে ৩৩ কোটি ৬৮ লাখ বছর আয়ুষ্কাল হারিয়ে গেছে। করোনায় যাদের অকালমৃত্যু হয়েছে, তারা বেঁচে থাকলে মোট ৩৩ কোটি ৬৮ লাখ বছর আয়ুষ্কাল বেশি হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহকারী প্রধান সামিরা আসমা বলেছেন, প্রতিজনের মৃত্যুর ক্ষেত্রে গড়ে ২২ বছর করে জীবনবর্ষ নষ্ট হয়েছে। 

প্রতিবেদনে স্বাস্থ্য খাতে বিনিয়োগের পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ানোর পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।

আরও পড়ুন