Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


সবচেয়ে মেধাবী হয়েও রাষ্ট্র কর্তৃক অবহেলিত এক পেশা

Main Image

‘সবচেয়ে মেধাবী হয়েও রাষ্ট্র কর্তৃক অবহেলিত এক পেশা’- লিখেছেন : বিশ্ববিদ্যালয় শিক্ষক আদনান ফাহাদ


একজন সরকারি ডাক্তারের জীবন বিশেষ করে বাংলাদেশে কত কঠিন তার বড় সাক্ষী আমি। সবচেয়ে মেধাবী হয়েও রাষ্ট্র কর্তৃক অবহেলিত এক পেশা। প্রমোশন নাই, একটা ভালো অফিস নাই। নারী ডাক্তার হলে কষ্ট আরও বেশি।

ভালো অফিস দূরের কথা, দিনে-রাতে ডিউটির ফাঁকে ঠিকঠাক মান সম্মান বজায় রেখে টয়লেটে যাওয়ার ব্যবস্থা পর্যন্ত নাই। প্রশাসনিক পাওয়ার বলতে কিছুই নাই। নিরাপত্তা নাই।

এত নাই নাই এর ভেতরেও জান বাজি রেখে সাধারণ মানুষের জন্য দিনরাত পরিশ্রম করে যান সরকারি হাসপাতালের চিকিৎসকরা।

এদেরই একজন ডাক্তার নুসরাত জাহান ইভা, আমার স্ত্রী। মাস্টার্স অব সার্জারি (এমএস) ইন গাইনি এন্ড অবস ডিগ্রি অর্জন করার আগে ভর্তি পরীক্ষায় পাস করতে কী পরিমাণ পরিশ্রম করতে হয়- তা দেখে আমি আর্টস এর স্টুডেন্ট হিসেবে যেমন বিস্মিত হয়েছি, তেমনি মাঝে মাঝে বিরক্তিকর লেগেছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের অধীনে এই ডিগ্রি অর্জনের সময় সিরিয়াস গবেষণা, বিভিন্ন সরকারি হাসপাতালে অসম্ভব পরিশ্রমের ডিউটি, অত্যন্ত কঠিন লিখিত এবং মৌখিক পরীক্ষা, ঢাকার যানজট, শব্দ সন্ত্রাস, সন্তান, স্বামী, রোগী সবার প্রতি দায়িত্ব পালন শেষে এই এমএস ডিগ্রি অর্জন করতে হয়। ডিগ্রি অর্জন হয়ে গিয়েছিল আগেই। আজ সমাবর্তনের মাধ্যমে আনুষ্ঠানিকতা সম্পন্ন হল ডাক্তার নুসরাত জাহান ইভার।

ইভাকে আমাদের অভিনন্দন।

আরও পড়ুন