Ad
Advertisement
Doctor TV

শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬


চীনের সিচুয়ানে উঠে গেল তিন সন্তান নীতি

Main Image

গত বছর প্রথমবারের মতো চীনে মৃত্যুহার জন্মহারকে ছাড়িয়ে গেছে


চীনের সিচুয়ান প্রদেশের দম্পতিরা যত ইচ্ছা তত সন্তান নিতে পারবেন। ক্রমাগত কমে যাওয়া জনসংখ্যা বৃদ্ধির জন্য তাদের এ অনুমতি দেওয়া হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।

শুধু দম্পতিই নয়, সিচুয়ান প্রদেশের নীতিমালা পরিবর্তন অনুসারে অবিবাহিত সঙ্গীরাও এখন বেশি সন্তান নিতে পারবেন। এর আগে একা নারীর সন্তান নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল।

৬০ বছরের মধ্যে গত বছর চীনের জনসংখ্যা সর্বনিম্ন ছিল। কয়েক দশক ধরে চীনে এক সন্তান নীতি ছিল। ২০২১ সালে দম্পতিদের জন্য জাতীয়ভাবে তিন সন্তান নীতি চালু করা হয়।

২০১৬ সালে চীন বিতর্কিত এক সন্তান নীতি বাতিল করে। ১৯৭৯ সালে এ নীতি প্রবর্তন করা হয়। যেসব পরিবার এই নিয়ম ভেঙেছে, তাদের জরিমানা করা হয়েছে। কিছু ক্ষেত্রে তারা চাকরি হারিয়েছে। এ ধরনের নীতি থাকার কারণে অনেক নারী গর্ভপাত করতে বাধ্য হতেন।

তবে ২০১৬ সালে এক সন্তান নীতিতে বদল আনলেও চীনে জন্মহার কমে যাওয়া বন্ধ হয়নি। গত বছর প্রথমবারের মতো চীনে মৃত্যুহার জন্মহারকে ছাড়িয়ে গেছে। এখন সিচুয়ান প্রদেশে চীনা পরিবারে সন্তান নিতে কোনো সীমা থাকবে না। চীনের দক্ষিণ–পশ্চিমের এই প্রদেশের জনসংখ্যা আট কোটি।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং জন্মহার বাড়ানোকে গুরুত্ব দিয়েছেন। জনসংখ্যার নিম্নহারকে ধীর অথবা স্থগিত করতে সরকার কর বিরতি ও মাতৃস্বাস্থ্যসেবা উন্নত করার প্রস্তাব দিয়েছে।

আরও পড়ুন