Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


চীনে করোনার দাপট আরও তিন মাস

Main Image

চলমান চন্দ্র নববর্ষের ছুটির সময় জনগণের অবাধ চলাচল মহামারীর আরও বিস্তার ঘটাতে পারে


চীনের প্রায় ৮০ শতাংশ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ জন্য আগামী দু-তিন মাসের মধ্যে ভাইরাসটির প্রাদুর্ভাব থেকে ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা ক্ষীণ। সংক্রমণের দাপট চলবে।

চীনের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের প্রধান মহামারী বিশেষজ্ঞ উ জুনিউ এ মন্তব্য করেছেন বলে খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের বিকল্প সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে দেওয়া পোস্টে এ বিজ্ঞানী বলেন, চলমান চন্দ্র নববর্ষের ছুটির সময় জনগণের অবাধ চলাচল মহামারীর আরও বিস্তার ঘটাতে পারে। এ সময় কিছু এলাকায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে অদূর ভবিষ্যতে করোনার নতুন ঢেউয়ের সম্ভাবনা নেই।

কোটি কোটি চীনা নাগরিক চন্দ্র নববর্ষের ছুটিতে পরিবারের সঙ্গে পুনর্মিলিত হওয়ার জন্য দেশজুড়ে ভ্রমণ করছেন। সম্প্রতি কভিড বিধিনিষেধ শিথিল করার পর দেশটিতে করোনার ব্যাপক প্রাদুর্ভাব শুরু হয়েছে। আর নববর্ষ উদযাপন ঘিরে দেশটির প্রত্যন্ত গ্রামীণ এলাকায় নতুন প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছে।

দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের এক কর্মকর্তা বলেছেন, চীনে জ্বরের রোগীদের সেবাদানে নিয়োজিত ক্লিনিক, জরুরি সেবা কক্ষ এবং গুরুতর রোগীদের সেবাদান কেন্দ্রগুলোতে কভিড রোগীদের উপচে পড়া ভিড়।

সরকারি তথ্য অনুযায়ী, চীন হঠাৎ করে শূন্য কভিড নীতি বাতিল করার পর এক মাসেই (১২ জানুয়ারি পর্যন্ত) করোনায় আক্রান্ত প্রায় ৬০ হাজার রোগী হাসপাতালে মারা গেছেন।

আরও পড়ুন