Advertisement
Doctor TV

রবিবার, ২০ এপ্রিল, ২০২৫


দুর্গম কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন শুরু

Main Image

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে সিজারিয়ান অপারেশন


বঙ্গোপসাগরের বুকে ভাসমান দ্বীপ উপজেলা কক্সবাজারের কুতুবদিয়া। দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন সেই কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শুরু হয়েছে সিজারিয়ান অপারেশন। আজ বুধবার (১৮ ডিসেম্বর) ডক্টর টিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. গোলাম মোস্তফা নাদিম। 

তিনি জানান, চলতি বছরের প্রথমদিন ১ জানুয়ারি বিকাল ৪টায় প্রথম সিজার হয়েছে বড়ঘোপ আজম কলোনি এলাকার মোর্শেদ আলমের স্ত্রী তুহিবুল জান্নাতের (২১)। গর্ভবর্তী নারীটির বেশ কিছু জটিলতা থাকায় সিজারিয়ান অপারেশন জরুরি হয়ে পড়ে। কিন্তু দরিদ্র মোরশেদ আলমের পক্ষে অর্থ ব্যয় করে কুতুবদিয়ার বাইরের হাসপাতালে যাওয়ার উপায় ছিল না।অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিনা খরচে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারের ব্যবস্থা করা হয়। সিজারে নেতৃত্বে দেন ডা. কেয়া দাস। তাঁকে সহায়তা করেন ডা. শামীম ও ডা.  নাজমুল হুদা। এ্যানেসথেসিয়ায় ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজাউল হাসান ও  ডা. খায়রুল আনোয়ার।

অপারেশনের পর বাচ্চা ও মা দু'জনেই সুস্থ রয়েছে বলে জানিয়েছেন ইউএইচএফপিও ডা. গোলাম মোস্তফা নাদিম। 

আরও পড়ুন