Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথম সিজারিয়ান অপারেশন

Main Image

কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম


প্রতিষ্ঠার ৪৪ বছর পর...দেশের মূল ভূখণ্ড থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রথমবারের মতো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে নবজাতকের জন্ম হলো।

১ জানুয়ারি, ২০২৩, বিকাল ৪ টায় জন্ম দিয়ে কালের স্বাক্ষী হয়ে রইলেন তুহিবুল জান্নাত (২১)। তিনি বড়ঘোপ আজম কলোনি এলাকার মোর্শেদ আলমের স্ত্রী।

মায়ের বেশ কিছু জটিলতা থাকায় সিজারিয়ান অপারেশন জরুরি ছিল। কিন্তু দরিদ্র মোরশেদ আলমের পক্ষে অর্থ ব্যয় করে কুতুবদিয়ার বাইরে যাওয়ার উপায় ছিল না।

অবশেষে হাসপাতাল কর্তৃপক্ষের সহায়তায় বিনা খরচে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে তার অপারেশনের ব্যবস্থা করা হয়।
অপারেশনের পর এখন বাচ্চা ও মা দু'জনেই সুস্থ রয়েছে।

ইউএইচএফপিও ডা. গোলাম মোস্তফা নাদিম এর সরাসরি তত্ত্বাবধানে সিজার করেন ডা. কেয়া দাস।

সহযোগী হিসেবে ছিলেন ডাঃ শামীম ও ডাঃ নাজমুল হুদা এবং রোগীকে এ্যানেসথেসিয়া দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ রেজাউল হাসান, ডাঃ খায়রুল আনোয়ার।

উল্লেখ্য, ডা. কেয়া দাস আমার অত্যন্ত প্রিয় অনুজ। আমাদের সমাজ সেবামূলক সংগঠনের মেন্টর।

নিজ পরিবারকে ঢাকায় রেখে কুতুবদিয়ায় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করার জন্যে ডা. কেয়াকে সাধুবাদ জানাই।

উল্লেখ্য, দ্বিতীয় অপারেশনও ইতোমধ্যে সফলভাবে করেছেন ডা. কেয়া দাস।

অর্থায়নে Partners in Health and Development (PHD)
IDA - World Bank Group and UNICEF for funding.

আরও পড়ুন