Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ভারতে আগতদের দেহে ওমিক্রনের ১১ উপধরন

Main Image

বিশ্বে বর্তমানে করোনাভাইরাসের শতাধিক উপধরন ঘুরে বেড়াচ্ছে


গত ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারির মধ্যে বিভিন্ন দেশ থেকে ভারতে আসা যাত্রীদের পরীক্ষায় করোনাভাইরাসের অধিক সংক্রামক ওমিক্রন ধরনের ১১ উপধরন শনাক্ত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়, শনাক্ত ভাইরাসগুলোর মধ্যে নতুন এবং আগে পাওয়া গেছে এমন উপধরনও রয়েছে। এগুলোর মধ্যে আছে বি.এ.৫.২ উপধরন এবং বিএফ.৭ উপধরনও।

বিশ্বে বর্তমানে করোনাভাইরাসের শতাধিক উপধরন ঘুরে বেড়াচ্ছে। যদিও সেগুলোর মধ্যে হাতগোনা কয়েকটি ধরন এখনও উদ্বেগের কারণ এবং সেগুলোর ওপর নজর রাখা হচ্ছে।

রয়টার্স জানায়, ২৪ ডিসেম্বর থেকে ৩ জানুয়ারি পর্যন্ত ভারতে ১৯ হাজার ২২৭ জন আন্তর্জাতিক যাত্রীর কভিড পরীক্ষা করা হয়েছে এবং তাদের মধ্যে ১২৪ জনের দেহে ভাইরাস শনাক্ত হয়েছে।

প্রতিবেশী চীনে কভিড-১৯ বিধি শিথিল করার পর দেশটিতে করোনা ভাইরাস সংক্রমণ বাড়তে শুরু করায় প্রতিরোধ ব্যবস্থা হিসেবে ভারত সরকার চীন, হংকং, জাপান, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ড থেকে আসা ব্যক্তিদের বন্দরে কভিড পরীক্ষা বাধ্যতামূলক করেছে।

নতুন ব্যবস্থা হিসেবে সব আন্তর্জাতিক যাত্রীর মধ্যে ২ শতাংশের র‌্যানডম পরীক্ষার নির্দেশও জারি হয়েছে।

আরও পড়ুন