Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


দাম্পত্যে ফাটল ধরাচ্ছে স্মার্টফোন

Main Image

৭০ শতাংশ স্বামী কিংবা স্ত্রী বলছেন, স্মার্টফোনে ডুবে থাকা অবস্থায় কিছু জিজ্ঞাসা করলে তারা বিরক্ত হন


স্মার্টফোন যাপিত জীবনের সবচেয়ে বড় অনুষঙ্গ। এর ইতিবাচক ও নেতিবাচক দিক নিয়ে আলোচনার শেষ নেই। তবে ভারতে একটি ফোন কোম্পানির চালানো এক সমীক্ষায় বলা হয়েছে, অধিকাংশ দম্পতি মনে করেন, স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার তাদের সম্পর্কের ক্ষতি করেছে। খবর ইন্ডিয়া টুডে।

ভারতের দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, আহমেদাবাদ, পুনের মতো বড় শহরে হাজারের বেশি দম্পতির ওপর সমীক্ষা চালায় মোবাইল ফোন নির্মাতাপ্রতিষ্ঠান ভিভো। সমীক্ষায় অংশ নেওয়া ৮০ শতাংশের বেশি মানুষ মনে করেন, স্মার্টফোন তাদের সঙ্গে অঙ্গীভূত হয়ে গেছে, আলাদা করা যাবে না।

এতে বলা হয়, স্বামী কিংবা স্ত্রী প্রতিদিন প্রায় পাঁচ ঘণ্টার মতো সময় ব্যয় করেন স্মার্টফোনে। অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারে স্বামী-স্ত্রীর সম্পর্কে প্রভাব পড়বে। অন্তত ৭০ শতাংশ স্বামী কিংবা স্ত্রী বলছেন, স্মার্টফোনে ডুবে থাকা অবস্থায় কিছু জিজ্ঞাসা করলে তারা বিরক্ত হন।

‘সুইচ অফ’ শিরোনামে ‘দাম্পত্য সম্পর্কের ওপর স্মার্টফোনের প্রভাব’ শীর্ষক সমীক্ষাটি চালিয়েছে ভারতের সাইবার মিডিয়া রিসার্চ। এতে দেখা গেছে, দম্পতিদের মধ্যে ৬৭ শতাংশ বলেছে, তারা তাদের স্ত্রী বা স্বামীর সঙ্গে সময় কাটানোর সময়ও স্মার্টফোনে আবদ্ধ থাকে। ৬৬ শতাংশ উত্তরদাতা বলেছেন, স্মার্টফোনের কারণে তাদের দাম্পত্য সম্পর্ক দুর্বল হয়ে পড়েছে।

স্মার্টফোন ব্যবহারকারী ৭০ শতাংশ দম্পতি বলেছেন, স্মার্টফোনের বেশি ব্যবহার তাদের প্রিয়জনের সঙ্গে কাটানো সময়ের পরিমাণ কমিয়ে দিচ্ছে। ৬৯ শতাংশ বলেছে, স্মার্টফোন ব্যবহারের কারণে দাম্পত্য সম্পর্ক ব্যাহত হচ্ছে।

৮৪ শতাংশ উত্তরদাতা তাঁদের স্বামী বা স্ত্রীর সঙ্গে আরও বেশি সময় কাটাতে চান। মানুষ স্মার্টফোনের নানা প্রভাব সম্পর্কে সচেতন হতে চান। উত্তরদাতাদের ৮৮ শতাংশ একমত যে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার জীবনসঙ্গীর সঙ্গে তাদের সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করছে। ৯০ শতাংশ মানুষ তাদের জীবনসঙ্গীর সঙ্গে অর্থপূর্ণ কথোপকথন এবং আরও অবসর সময় সঙ্গীকে দিতে চান।

গবেষণার বিষয়ে ভিভো ইন্ডিয়ারের ব্র্যান্ড স্ট্র্যাটেজির প্রধান যোগেন্দ্র শ্রীরামুলা বলেন, আজকের জীবনে স্মার্টফোনের তাৎপর্য অনস্বীকার্য। তবে অতিরিক্ত ব্যবহারের ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক থাকতে হবে।

আরও পড়ুন