Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ট্রেনের ধাক্কায় মেডিকেল শিক্ষার্থী নিহত

Main Image

আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের ৫ম ব্যাচের ছাত্র মো. শাহাদাত শিকদার


ট্রেনের ধাক্কায় নিহত হয়েছেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের ৫ম ব্যাচের ছাত্র মো. শাহাদাত শিকদার। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) ভোর রাতে টাঙ্গাইলের কালিহাতীর হাতিয়া এলাকায় রেললাইন দিয়ে হাঁটছিলেন মো. শাহাদাত শিকদার। এমন সময় দ্রুতগতির চলন্ত ট্রেন তাঁকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

মেডিকেল শিক্ষার্থী মো. শাহাদাত শিকদারের মৃত্যুতে কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, চিকিৎসক, ছাত্র-ছাত্রী এবং সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ শোকাহত বলে জানিয়েছেন অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান। তাঁর আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্য প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন