Advertisement
Doctor TV

বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫


ভারতের ১৬টি ওষুধ কোম্পানিকে কালো তালিকাভুক্ত করলো নেপাল

Main Image

১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত ওষুধকে কালো তালিকাভুক্ত করেছে নেপাল


১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত ওষুধকে কালো তালিকাভুক্ত করেছে নেপাল। নেপালের ওষুধ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড পূরণে ব্যর্থ হয়েছে ওই সংস্থাগুলো। তাই তাদের কালো তালিকাভুক্ত করা হল। সূত্র : ভারতীয় পত্রিকা আনন্দবাজার অনলাইন। 

আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণের তথ্য অনুযায়ী, ১৮ ডিসেম্বর (রোববার) ১৬টি ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থার উৎপাদিত ওষুধকে কালো তালিকাভুক্ত করে বিজ্ঞপ্তি জারি করেছে নেপালের ‘ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন’ দফতর। দ্রুত ওষুধগুলো ফিরিয়ে দিতে স্থানীয় ব্যবসায়ীদের নির্দেশ দেওয়া হয়েছে। কালো তালিকাভুক্ত ভারতীয় সংস্থাগুলোর উৎপাদিত ওষুধ আমদানি বা বিতরণ করা যাবে না বলে নির্দেশ জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে। 

নেপাল প্রশাসন সূত্রে আনন্দবাজার লিখেছে, গত এপ্রিল এবং জুলাইয়ে নেপালের একটি বিশেষজ্ঞ দল ভারতে ঘুরে গিয়েছে। ভারতের একাধিক ওষুধ সংস্থা নেপালে ওষুধ রফতানি করতে চায়। সেই দল ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলোর অন্দরে গিয়ে গোটা বিষয়টি খতিয়ে দেখে এসেছেন। হাতেকলমে জেনে এসেছেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ঠিক করে দেওয়া মানদণ্ড যথাযতভাবে রক্ষিত হচ্ছে কি না। তার পরেই কালো তালিকা প্রকাশ করল নেপাল।

তালিকায় রয়েছে ভারতের র‌্যাডিয়েন্ট পেরেন্টেরালস লিমিটেড, মার্কারি ল্যাবরোটরিজ লিমিটেড, অ্যালায়েন্স বায়োটেক, জ়ি ল্যাবরেটরিজ, ক্যাডিলা হেল্থকেয়ার লিমিটেড, জিএলএস ফার্মা, আইপিসিএ ল্যাব ছাড়াও আরও একাধিক ভারতীয় ওষুধ প্রস্তুতকারক সংস্থা।

একই ভাবে, নেপালের ওষুধ নিয়ন্ত্রক দফতর গত ১৯ ডিসেম্বর জারি করা অন্য একটি বিজ্ঞপ্তিতে ভারতের গ্লোবাল হেল্‌থকেয়ারের ৫০০ মিলি লিটার এবং ৫ লিটারের হ্যান্ড স্যানিটাইজ়ার তুলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দফতর স্পষ্ট জানিয়েছে, এই ব্র্যান্ডের হ্যান্ড স্যানিটাইজ়ার ব্যবহার, বিক্রি বা সরবরাহ করা যাবে না।

আরও পড়ুন