Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


ই-সিগারেটসহ তামাক সেবন বন্ধের দাবি

Main Image

জেলখানায় তামাক সরবারহ বন্ধ করতে হবে। এটা তামাকের প্রসারে মারাত্মক একটা হুমকি


তামাক সেবন বন্ধে ছয় দফা দাবি জানানো হয়েছে। তামাক বিরোধী সংগঠন উন্নয়ন সমন্বয়ের আয়োজনে ‘তামাক বিরোধী সমসাময়িক আন্দোলন ও নাগরিক ভাবনা’ শীর্ষক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।

বুধবার রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের সহযোগিতায় এ মতবিনিময় সভা হয়।

ছয় দফা দাবিগুলো হলো- ধূমপানের নির্ধারিত স্থান বাতিল, বিক্রয়স্থলে তামাক পণ্যের প্রদর্শনী বন্ধ, তামাক কোম্পানির সিএসআর নিষিদ্ধ, সচিত্র সতর্ক বার্তার আকার বৃদ্ধি, সিঙ্গেল স্টিক সিগারেট/বিড়ি বিক্রয় বন্ধ, ই-সিগারেট নিষিদ্ধ।

সভায় রাজশাহী-২ আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, জেলখানায় তামাক সরবারহ বন্ধ করতে হবে। এটা তামাকের প্রসারে মারাত্মক একটা হুমকি।

সভায় জনপ্রিয় নাট্য অভিনেতা আবুল হায়াত বলেন, বর্তমানে নাটক সিনেমায় সিগারেটের দৃশ্য দেখানোর বিষয়টি নেতিবাচক প্রভাব ফেলছে। আমার পরিচালিত কোনো নাটকেই আমি এ রকম কোনো দৃশ্য রাখি না। শুধু আইন নয়, সবাইকে আবেগ ও অনুভূতি দিয়ে মনস্তাত্ত্বিকভাবে শোধরাতে হবে।

নিরাপদ সড়ক চাই (নিসচা)- এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, শুধু আইন দিয়ে তামাকের সমস্যা সমাধান সম্ভব নয়। সচেতনতা দিয়ে আমাদের সমাধানের পথ খুঁজতে হবে। নির্বাচনের সময় প্রতিনিধিরা ভোটারদের খুশি করতে মাদক সংক্রান্ত দ্রব্য বিলিয়ে থাকেন। এদিকটায় নজর রাখতে হবে।

তিনি আরও বলেন, পরিবার ও সমাজের নেতৃত্বে স্বচ্ছতা আনতে হবে। স্কুল-কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে নীতি নৈতিকতা দ্বারা শুদ্ধাচার চর্চা করতে হবে।

পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা বলেন, আইনের বাস্তবায়নের পাশাপাশি পারিবারিক ও সামাজিক সচেতনতা জরুরি। গ্রামে দোকানে দোকানে টেলিভিশন দেখার নামে তামাকের প্রসার বেড়ে যায়।

উন্নয়ন সমন্বয়ের সভাপতি ও বাংলাদের ব্যাংকের সাবেক গর্ভনর ড. আতিউর রহমানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাবেক জাতীয় দলের ফুটবলার আশরাফ উদ্দিন চুন্নু, বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন