Advertisement
Doctor TV

মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫


জুলাই পুনর্জাগরণ উপলক্ষে ভবদহে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প

Main Image

ছবিঃ সংগৃহীত


‘জুলাই পুনর্জাগরণ’ উপলক্ষে যশোরের অভয়নগরের জলাবদ্ধ ভবদহ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

 

সোমবার সকাল ৯টা থেকে বিকেল পর্যন্ত অভয়নগর উপজেলার এসটি স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত এই ফ্রি মেডিকেল ক্যাম্পে দেড় হাজারেরও বেশি নারী, পুরুষ ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।

বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়ার তত্ত্বাবধানে ১০৫ ব্রিগেড এই ক্যাম্পের আয়োজন করে।

 

ক্যাম্পে মেডিসিন, চক্ষু, চর্ম, গাইনি ও শিশু রোগসহ বিভিন্ন বিভাগের ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। রোগীদের প্রয়োজন অনুযায়ী তারা চিকিৎসা দেন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়।

১০৫ ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজহার সিদ্দিকী জানান, সেনাবাহিনী শুধু অপারেশনাল কার্যক্রমেই সীমাবদ্ধ নয়, জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করে থাকে। এরই ধারাবাহিকতায় ভবদহ এলাকার জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। তিনি জানান, ভবিষ্যতেও সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগ চলমান থাকবে।

 

এদিকে, চিকিৎসাসেবা পেয়ে ভবদহ এলাকার সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, প্রতি বর্ষায় যশোরের অভয়নগর, মণিরামপুর ও কেশবপুর উপজেলার শতাধিক গ্রাম পানিবন্দি হয়ে পড়ে, যা ‘ভবদহ জলাবদ্ধতা’ নামে পরিচিত।

আরও পড়ুন