আট চিকিৎসক নিয়ে ইন্টারভেনশন করবেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন নয় রোগীর হৃদযন্ত্রের জন্মগত ছিদ্রের ইন্টারভেনশন হবে শনিবার (২৬ নভেম্বর)। বিনামূল্যে এ ইন্টারভেনশন করা হবে।
কনজেনিটাল হার্ট ডেস্ক-বাংলাদেশ (সিএইচডি-বিডি) ও চমেক হাসপাতালের উদ্যোগে ক্যাথল্যাবে আট চিকিৎসকনিয়ে ইন্টারভেনশন করবেন ব্রিগেডিয়ার জেনারেল অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা।
চমেক হাসপাতালের পক্ষ থেকে ইন্টারভেনশনে অংশ নিবেন সহযোগী অধ্যাপক ডা. আশিস দে ও সহকারী অধ্যাপক ডা. আনিসুল আওয়াল। মানবিক এ কার্যক্রমে অর্থায়ন করছে সিএইচডি-বিডি ও চমেক হাসপাতাল কর্তৃপক্ষ। হৃদযন্ত্রের ছিদ্র বন্ধ করতে ব্যবহৃত প্রায় দুই লাখ টাকা সমমূল্যের প্রতিটি ডিভাইস অনুদান করছে সিএইচডি-বিডি ফাউন্ডেশন।
এর আগে শুক্রবার (২৫ নভেম্বর) চট্টগ্রামের মা ও শিশু হাসপাতালে প্রথমবারের মতো ১০ শিশুর হৃদযন্ত্রের জন্মগত ছিদ্রের ইন্টারভেনশন করেন সিএইচডি-বিডির প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ডা. নুরুন্নাহার ফাতেমার নেতৃত্বাধীন চিকিৎসক দল।
চিকিৎসকরা জানান, কনজেনিটাল হার্ট ডিজিজ হলো জন্মগত হৃদরোগ। জন্মগত হৃদরোগ পরিণত বয়সেও ধরা পড়তে পারে। এটি থাকলে শিশুরা সহজেই ঠান্ডা-কাশি, নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়। জন্মের পর এ ধরনের লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান তারা।
আরও পড়ুন