টিকাদানের সময় কয়েকজন অভিভাবক বিষয়টি খেয়াল করে স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেন
ভারতের মধ্যপ্রদেশে একই সিরিঞ্জ ব্যবহার করে ৩০ স্কুলশিক্ষার্থীকে করোনা প্রতিরোধী টিকা দেওয়ার ঘটনায় এক স্বাস্থ্যকর্মীর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে।
ঘটনাটি ঘটেছে ২৭ জুলাই সাগর জেলার জৈন পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুলে। সেখানে শিক্ষার্থীদের কভিড টিকা দেওয়া চলছিল। টিকা দিচ্ছিলেন স্বাস্থ্যকর্মী জিতেন্দ্র রায়।
গণমাধ্যমে জিতেন্দ্র দাবি করেছেন, স্বাস্থ্য বিভাগ কেবল একটি সিরিঞ্জই পাঠিয়েছে। তাই সেটি দিয়ে সব শিশুকে টিকা দিতে বিভাগীয় প্রধানের নির্দেশই কেবল তিনি পালন করেছেন।
যদিও ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, কভিড টিকা দেওয়ার সময় এক সুঁচ, একটি সিরিঞ্জ কেবল একবার ব্যবহার করার নিয়ম।
বিবিসি বলছে, টিকাদানের সময় শিক্ষার্থীদের সঙ্গে থাকা কয়েকজন অভিভাবক এক সিরিঞ্জে টিকা দেওয়ার বিষয়টি খেয়াল করেন এবং স্কুল কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেন।
রাজ্য কর্মকর্তারা স্কুলে পৌঁছানোর পর জিতেন্দ্র রায়কে খুঁজে পাওয়া যায়নি। তার ফোনও বন্ধ ছিল।
জিতেন্দ্রর বিরুদ্ধে ‘এক সিরিঞ্জ এক টিকা’র নিয়ম লঙ্ঘন এবং দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা করেছে রাজ্যের স্বাস্থ্য বিভাগ। তাছাড়া টিকার সরঞ্জাম বিতরণে জড়িত কর্মকর্তার বিরুদ্ধেও তদন্ত শুরু হয়েছে।
এদিকে ভারতের বিরোধীদল কংগ্রেস পার্টির মুখপাত্র এক সিরিঞ্জে একাধিক টিকা দেওয়ার এ ঘটনায় রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন।
ভারতে রক্তবাহিত সংক্রামক রোগ বিশেষ করে এইডসের মতো প্রাণঘাতী রোগের বিস্তার ঠেকাতে একবার ব্যবহারযোগ্য সিরিঞ্জ ব্যাপকভাবে ব্যবহার করা শুরু হয়। তবে অতীতে হাসপাতালে সরঞ্জাম ঘাটতির কারণে এমন সিরিঞ্জ একাধিকবার ব্যবহারের বেশ কয়েকটি ঘটনাও ঘটেছে।
আরও পড়ুন