Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


আফ্রিকার বাইরে মাঙ্কিপক্সে প্রথম ২ জনের মৃত্যু

Main Image

আফ্রিকার দেশগুলোর বাইরে মাঙ্কিপক্সে প্রথম ব্রাজিল ও স্পেনে মাঙ্কিপক্সে দুজনের মৃত্যু হয়েছে


ব্রাজিল ও স্পেনে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে মৃত্যুর ঘটনা ঘটেছে। ব্রাজিলে মাঙ্কিপক্স আক্রান্ত ৪১ বছর বয়সী একজন মারা গেছেন। আফ্রিকার দেশগুলোর বাইরে মাঙ্কিপক্সে এটি প্রথম মৃত্যু। ব্রাজিলের পরপরই স্পেন মাঙ্কিপক্সে একজনের মৃত্যুর কথা জানায়। ইউরোপে মাঙ্কিপক্সে এটা প্রথম মৃত্যু। খবর বিবিসির।

গত সপ্তাহে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স সংক্রমণকে বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করেছে। তবে মাঙ্কিপক্স সংক্রমণের সংখ্যা এখনো কম। এ ছাড়া সাধারণ মানুষের মাঙ্কিপক্সে সংক্রমিত হওয়ার ঝুঁকিও কম।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তি লিমোফোমায় ভুগছিলেন। এ ছাড়া তার রোগ প্রতিরোধব্যবস্থাও ছিল দুর্বল। আগে থেকে অন্য রোগে আক্রান্ত হওয়ায় ওই ব্যক্তির শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। এতে তিনি বেশি অসুস্থ হয়েছিলেন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১ হাজার ৬৬ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্সে আক্রান্ত হয়েছেন, এমন সন্দেহভাজন রয়েছেন আরও ৫১৩ জন।

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য-উপাত্তে দেখা গেছে, দেশটিতে মাঙ্কিপক্স শনাক্ত ৯৮ শতাংশ রোগী পুরুষ এবং যারা অন্য পুরুষদের সঙ্গে যৌন মিলনে লিপ্ত হয়েছেন।

ব্রাজিলে প্রথমবারের মতো মাঙ্কিপক্সে একজনের মৃত্যুর কথা জানানোর কিছুক্ষণ পরই স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় ইউরোপে প্রথম মাঙ্কিপক্সে মৃত্যুর কথা জানায়।

এক প্রতিবেদনে স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, মাঙ্কিপক্সে আক্রান্ত ৩ হাজার ৭৫০ রোগীর সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তাতে দেখা যাচ্ছে, এর মধ্যে ১২০ জন বা ৩ দশমিক ২ শতাংশ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে মাঙ্কিপক্সে আক্রান্ত হয়ে প্রাণ হারানো ব্যক্তি সম্পর্কে মন্ত্রণালয় আর কোনো তথ্য জানায়নি।

যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধকেন্দ্রের (সিডিসি) দেওয়া সর্বশেষ হিসাব অনুযায়ী, বিশ্বজুড়ে এখন পর্যন্ত ২১ হাজার ১৪৮ জনের মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। মাঙ্কিপক্স সংক্রমণের পেছনে রয়েছে মাঙ্কিপক্স নামের একটি ভাইরাস। এটি স্মলপক্স ভাইরাস শ্রেণির।

আরও পড়ুন