পরিপাকতন্ত্রের আইবিডি রোগের মাধ্যমে ক্যান্সার পর্যন্ত হতে পারে
রোগীদের সুবিধার্থে ও চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত করতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ইভিনিং শিফটেও সার্জারির কার্যক্রম চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (১৯ মে) বিশ্ব আইবিডি দিবস উপলক্ষে বিএসএমএমইউ আয়োজিত এক সেমিনারে এ ঘোষণা দেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ সেমিনারের আয়োজন করে। এর আগে এক শোভাযাত্রাও বের হয় বিভাগটির উদ্যোগে।
সেমিনারে ‘আইবিডি এক্সপেরিয়েন্স ইন বিএসএমএমইউ’ শীর্ষক বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের অধ্যাপক ও আইবিডি ফ্রি ট্রিটমেন্ট ক্লিনিকের সমন্বয়ক অধ্যাপক ডা. চঞ্চল কুমার ঘোষ।
সেমিনারে উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, রোগীদের সুবিধার্থে ও চিকিৎসাসেবার পরিধি আরও বিস্তৃত করতে বিশ্ববিদ্যালয়ে ইভিনিং শিফটে সার্জারির কার্যক্রম চালু করা হবে।
পেটের প্রদাহজনিত রোগ বা আইবিডির বিষয়ে তিনি বলেন, দেশের একটি উল্লেখযোগ্য সংখ্যক মানুষ আইবিডি রোগে ভুগছেন। পরিপাকতন্ত্রের এই রোগের মাধ্যমে ক্যান্সার পর্যন্ত হতে পারে। পেটের প্রদাহজনিত এই রোগ নিরাময়যোগ্য না হলেও চিকিৎসার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা যায় এবং আগেভাগে রোগটি চিহ্নিত হলে ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করা সম্ভব।
আরও পড়ুন