Ad
Advertisement
Doctor TV

বুধবার, ২০ আগস্ট, ২০২৫


পুলিশ সদস্যের বিচ্ছিন্ন কবজি জোড়ার কারিগর ডা. সাজেদুর

Main Image

তিনি জাতীয় অর্থোপেডিক ইন্সটিটিউটে হ্যাণ্ড এণ্ড মাইক্রোসার্জারী বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন।


পুলিশ সদস্যের হাত থেকে বিচ্ছিন্ন কবজি জোড়া লাগিয়ে বিস্ময় তৈরি করেছেন ডা. সাজেদুর রেজা ফারুকী এবং তাঁর নেতৃত্বাধীন দল।

সোমবার (১৬ মে) ঢাকার আল মানার হাসপাতালে টানা ১১ ঘন্টা অপারেশনের মাধ্যমে সেই বিচ্ছিন্ন হাতকে জোড়া লাগানো হয়। 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রবিবার রাত ১১টায় অপারেশন শুরু হয়। সোমবার সকাল ১০ টায় সফল হয় জটিল এই অপারেশন। বর্তমানে রোগী সুস্থ আছেন। 

ডা. সাজেদুর রেজা ফারুকী জাতীয় অর্থোপেডিক ইন্সটিটিউটে হ্যাণ্ড এণ্ড মাইক্রোসার্জারী বিভাগে সহযোগী অধ্যাপক হিসাবে কর্মরত আছেন। জানা গেছে, এক নাগাড়ে ২০ বছর অধ্যাবসায়ের মাধ্যমে তিনি এই দক্ষতা অর্জন করেছেন । 

উল্লেখ্য, চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দা'য়ের কোপে এই পুলিশ কনস্টেবলের হাত, তার কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে তাকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় আনা হলে অপারেশনের মাধ্যমে তা জোড়া লাগানো হয়। বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরও পড়ুন