Advertisement
Doctor TV

বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫


স্পেনে ৩ দিন ঋতুকালীন ছুটি ঘোষণা

Main Image

ঋতুকালীন ছুটির খসড়ায় বলা হয়েছে, এ সময়ে শারীরিক ও মানসিক সমস্যায় থাকা নারীরা ছুটি নিতে পারবেন


স্পেনে নারীদের জন্য মাসে তিন দিনের ঋতুকালীন মেডিকেল ছুটির ঘোষণা দিয়েছে সরকার। আগামী সপ্তাহে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ এ ছুটি মঞ্জুর করতে পারে। ফলে প্রথম ইউরোপের কোনো দেশে ঋতুকালীন ছুটি চালু হচ্ছে। খবর বিবিসি।

ঋতুকালীন ছুটির খসড়ায় বলা হয়েছে, এ সময়ে শারীরিক ও মানসিক সমস্যায় থাকা নারীরা ছুটি নিতে পারবেন।

দ্য স্প্যানিশ গাইনোকোলজি অ্যান্ড অবস্টেট্রিক্স সোসাইটি জানিয়েছে, ঋতুস্রাবকালীন এক তৃতীয়াংশ নারী পেটে তীব্র ব্যথায় ভোগেন। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ডিসমেনোরিয়া বলা হয়।

এক্ষেত্রে পেটব্যথা, মাথায় যন্ত্রণা, ডায়রিয়া, এমনকি জ্বরের উপসর্গও দেখা দেয়। অনেক নারী ঋতুস্রাব-পূর্ব ব্যথাতেও ভোগেন। এ বিষয়গুলো মাথায় রেখেই ঋতুকালীন ছুটির কথা ভেবেছে স্পেন সরকার।

এ ছাড়া দেশটি প্রত্যেক স্কুলে স্যানিটারি ন্যাপকিন রাখার ব্যবস্থা বাধ্যতামূলক করতে চলেছে। স্যানিটারি ন্যাপকিন ও ট্যাম্পেনের কর কমানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আর্থিকভাব দুর্বলদের বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন ও ট্যাম্পেন দেওয়া হবে।

জাপান, দক্ষিণ কোরিয়া, ইন্দোনেশিয়া ইতিমধ্যে সরকারি তরফে ঋতুকালীন ছুটি মঞ্জুর করেছে। যুক্তরাষ্ট্রের বেশকিছু সংস্থাও কর্মীদের ঋতুকালীন ছুটি দিয়ে থাকে। ইউরোপের দেশ হিসেবে স্পেনই প্রথম এই ছুটি চালু করতে যাচ্ছে।

আরও পড়ুন