লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়সূচী ২৩ হতে ২৮ জুলাই।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও অধিভূক্ত সকল মেডিক্যাল কলেজ, ডেন্টাল কলেজ ইন্সটিটিউটের ছাত্র/ছাত্রীদের জুলাই ২০২২ স্নাতকোত্তর কোর্স পরীক্ষায় আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফিস জমা দেওয়ার আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ মে) সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মায়া জোয়ারদার স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।
কোর্স ও পর্বসমূহঃ
এমডি/এমএস-১ম পর্ব
এমডি/এমএস-২য় পর্ব
এমডি/এমএস-ফাইনাল
রিটেনশন ফি (প্রতি পর্বের জন্য)
বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদন ফরম পূরণ ও পরীক্ষার ফিস জমা ১৬ মে থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত চলবে। ফি জমাদানের হিসাব নম্বর COURSE EXAM. & MISC. FUND SND-A/C NO-0947102001727 পূবালা বারে লিঃ, শাহ প্রতিনিউ শাখা, ঢাকা।
সকল পরীক্ষার্থীর জন্য নিয়মাবলীঃ
> আবেদনপত্র কোন প্রকার ঘষামাজা ছাড়া স্ব-হস্তে পূরন করা বাঞ্ছনীয়।
> আবেদনফর্মে পরীক্ষার্থীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের এক কপি সত্যায়িত ছবি এবং Admit Card এর নির্ধারিত স্থানে এক কপি সত্যায়িত ছবি লাগাতে হবে।
> সকল পরীক্ষার্থীর ক্ষেত্রে সর্বশেষ পরীক্ষার মার্কশীট/ফলাফলের সত্যায়িত অনুলিপি সংযুক্ত করতে হবে। অন্যথায় প্রবেশপত্র ইস্যু করা হবে না।। ৪) স্নাতকোত্তর কোর্সে রেজিষ্ট্রেশন/ই-রেজিষ্ট্রেশন এবং প্রতিটি পর্বের যোগদানপত্রের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে।
> কোন পরীক্ষার্থী ক্যারি-অন-প্রথায় ১ম ও ২য় পর্বে একই শিক্ষাবর্ষে একত্রে পরীক্ষায় অংশগ্রহন করতে চাইলে তাকে প্রতি পর্বের জন্য পৃথক পৃথক আবেদন ফরম পূরন করে কোন কোন পত্রে অবতীর্ণ হবেন, তা উল্লেখ করতে হবে। প্রতি পর্বের জন্য পৃথকভাবে নির্ধারিত ফি (অফেরতযোগ্য) জমা দিতে হবে।
> FCPS/MD/MS পাশ করা শিক্ষার্থীগণ MD/MS, Part-II, Paper-I হতে অব্যাহতি পত্র ও উল্লেখিত সনদের কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
লিখিত পরীক্ষার সম্ভাব্য সময়: ২৩ হতে ২৮ জুলাই।
আরও পড়ুন