অধিকাংশ ক্ষেত্রে উচ্চ রক্তচাপের কোন উপসর্গ থাকে না বলে অভিমত ব্যক্ত করেছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ‘বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস’ উপলক্ষে শুক্রবার (২৩ মে) হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার রংপুরের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় তারা এই অভিমত ব্যক্ত করেন।
এদিন সকাল ১০ ঘটিকায় হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টারের কনফারেন্স রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. জাকির হোসন।
বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য ডা. মফিজুল ইসলাম, সহ-সভাপতি ডা. অশোক কুমার ভদ্র, সাধারণ সম্পাদক ডা. এএসএম রাহেনুর মন্ডল আপেলসহ অনেকে।
আলোচনা সভায় প্রায় ১৫০ জন শিক্ষক, ছাত্র, সাংবাদিক,স্টাফ ও বিভিন্ন পেশাজীবি অংশগ্রহণ করেন।
বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে আলোচনায় সভায় আলোচকবৃন্দ উচ্চ রক্তচাপ ও এর জটিলতা নিয়ে নিম্নরুপ তথ্য সর্ম্পকে অবহিত করেন-
আলোচনা সভায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস উপলক্ষে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রংপুর মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও অত্র প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক ডা. এ এসএম রাহেনুর মন্ডল আপেল।
এর আগে প্রতিষ্ঠানের সিইও মো. আনোয়ার হোসন প্রতিষ্ঠানের কার্যক্রম সর্ম্পকে উপস্থাপন করেন। তিনি বলেন, হাইপারটেনশন এ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর একটি স্বাস্থ্য সেবামূলক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসে আক্রান্ত রোগীরা মাত্র ৫০ টাকার বিনিময়ে রেজিষ্ট্রেশন করে চিকিৎসা পরামর্শ গ্রহন করতে পারেন। পরবর্তিতে প্রতিবার ফলোআপ ফি- মাত্র ৪০ টাকা প্রদানের মাধ্যমে আজীবন চিকিৎসা পরামর্শ গ্রহন করতে পারেন। এছাড়াও অসহায় দুস্থ রোগীরা আজীবন বিনামূল্যে চিকিৎসা পরামর্শ গ্রহন করতে পারেন। তিনি আরো বলেন রংপুর সিটি কর্পোরেশন এরিয়ায় ৩৩টি ওয়ার্ডে গত ২ বছরে ২৩১টি ফ্রি ক্যাম্পর মাধ্যমে প্রায় ৫০ হাজার রোগীর বিনামূল্যে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ স্ক্রিনিং করা হয়েছে। স্ক্রিনিং শেষে ১৪% Undiagnosed উচ্চ রক্তচাপের রোগী এবং ৭% ডায়াবেটিস রোগী শনাক্ত করা হয়েছে।
আরও পড়ুন