Advertisement
Doctor TV

শনিবার, ২৬ জুলাই, ২০২৫


শেষ পর্যন্ত হার মানলেন মাসুমা, উত্তরা ট্রাজেডিতে প্রাণহানি বেড়ে ৩৫

Main Image

ছবিঃ সংগৃহীত


উত্তরা বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় থামছে না মৃত্যুর মিছিল। সর্বশেষ শনিবার (২৬ জুলাই) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন মাসুমা (৩২) নামের স্কুলের এক নারী কর্মী। দুর্ঘটনার সময় তিনি দোতলা ভবনে অবস্থান করছিলেন বলে জানা গেছে।

 

সকাল ১০টা ১৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, এ নিয়ে দুর্ঘটনায় মোট প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৫-এ।

 

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক ডা. নাসির উদ্দীন জানিয়েছেন, দগ্ধদের অবস্থা অনুযায়ী আলাদা ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে চিকিৎসায় সহায়তা করছে সিঙ্গাপুর ও চীন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসক দল। তিনি জানান, অন্তত ১৫ জনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং তাদের পর্যায়ক্রমে আগামীকাল বা পরশু ছেড়ে দেওয়া হতে পারে।

 

হাসপাতাল সূত্র জানিয়েছে, চিকিৎসাধীনদের মধ্যে এখনো ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে যাদের অবস্থা উন্নতির দিকে, তাদের আজ থেকেই হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।

 

হাসপাতাল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব এবং বিমান বাহিনী কর্তৃপক্ষ তৎপর রয়েছে। বার্ন ইনস্টিটিউট জানিয়েছে, বর্তমানে কোনো ব্লাড বা স্কিন ডোনেশনের প্রয়োজন নেই। আহতদের চিকিৎসার সমস্ত ব্যয়ভার বহন করবে সরকার।

 

এদিকে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে রোববার ও সোমবার প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন