Advertisement
Doctor TV

শুক্রবার, ২৩ মে, ২০২৫


সরকারিভাবে ওষুধের দাম নির্ধারণের দাবি বরিশালের ব্যবসায়ীদের

Main Image


সরকারিভাবে ওষুধের দাম নির্ধারণ ও বিক্রির কমিশন বৃদ্ধিসহ ৪ দফা দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বরিশাল জেলা শাখা। বৃহস্পতিবার (২২ মে) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। 

 

এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া এবং নতুন পণ্য দেওয়া, ওষুধ কোম্পানি থেকে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে সরবরাহ বন্ধ করার দাবি জানান ব্যবসায়ীরা। এসব দাবি আদায়ে সরকারের সুদৃষ্টি কামনা করেন তারা।

 

মানববন্ধনে ‘বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি’ বরিশাল জেলা শাখার সভাপতি গাজী আকতারুজ্জাম হিরুর সভাপতিত্বে বক্তব্য দেন-  সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম ও দেলোয়ার হোসেন, পরিচালক আরঙ্গজেব চান, শামসুল আরেফিন, লিংকন ইসলাম মেহেদী, লিটন চন্দ্র মালি, আবদুল মান্নান চৌধুরী, আবুল কালাম তাজুল প্রমুখ।

 

বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে- বাধ্য হয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমনকি প্রয়োজনে সব ধরনের ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই ওষুধ কোম্পানিগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

আরও পড়ুন