Advertisement
Doctor TV

শুক্রবার, ২৩ মে, ২০২৫


কুষ্টিয়ায় সন্ধানীর হেলথ ক্যাম্প: বিনামূল্যে ২ শতাধিক রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান

Main Image


সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার চারমাইল বাজারে দুই শতাধিক মানুষকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। ত্রিমোহোনী সংলগ্ন চারমাইল বাজারে উক্ত হেলথ ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

 

এছাড়াও ক্যাম্পের মাধ্যমে দেড় শতাধিক রোগীর রক্তের গ্রুপ, প্রেসার এবং ডায়াবেটিস পরীক্ষাও করা হয়। ‘হেলথ ক্যাম্প এবং রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি’ শীর্ষক আয়োজনে যোগদান করেন কুষ্টিয়া মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক এবং সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের বর্তমান কার্যকরি এবং সাধারণ সদস্যসহ সন্ধানী কুষমেক ইউনিটের সন্ধানীয়ানরা। 

 

 

কুষ্টিয়া মেডিকেল কলেজের ইন্টার্ন ডক্টরস এসোসিয়েশনের সভাপতি ডা. সামিউল আলম জানান, সন্ধানীর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা চেষ্টা কিরেছি সাধ্যমতো জনসাধারণের সাহায্যে এগিয়ে আসার। আমাদের ইন্টার্ন প্রতিনিধিগণ এবং সন্ধানীয়ানরা স্বতঃস্ফূর্তভাবে কর্মসূচি বাস্তবায়ন করে।

 

সন্ধানী কুষমেক ইউনিটের সাধারণ সম্পাদক আশ্রাফুল আলম জানান, প্রাণের সংগঠন সন্ধানীর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা সপ্তাহব্যাপী নানাবিধ কর্মসূচি গ্রহণ করে থাকি যার মধ্যে আজকের এই ফিল্ড ওয়ার্কটি অন্যতম ছিলো। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করার। মানবতার কল্যাণে আমাদের এ ধারা অব্যাহত থাকবে  ইনশা আল্লাহ।” এদিকে দিনব্যাপী নানা কর্মসূচিতে আনন্দের সাথে পালিত হয় সন্ধানী কুষ্টিয়া মেডিকেল কলেজ ইউনিটের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী।

আরও পড়ুন